Apan Desh | আপন দেশ

ভিনিসিয়ুসের অবিশ্বাস্য গোলে ব্রাজিলের জয়

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:২০, ২১ মার্চ ২০২৫

ভিনিসিয়ুসের অবিশ্বাস্য গোলে ব্রাজিলের জয়

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে নাটকীয় এক ম্যাচ উপভোগ করলেন ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। ম্যাচের ৯৮ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ১-১ সমতায়। টান টান উত্তেজনায় ম্যাচটি ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ মুহুর্তে অবিশ্বাস্য এক গোলে ব্রাজিলকে রোমাঞ্চকর এক জয় উপহার দিলেন ভিনিসিয়ুস জুনিয়র। 

শুক্রবার (২১ মার্চ) সকালে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে দিল দরিভালের শিষ্যরা। ২৬ মার্চ আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে এ জয় ব্রাজিলের আত্মবিশ্বাস বাড়াবে নিঃসন্দেহে।

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। বক্সের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পটকিক থেকে গোল করে দলকে লিড এনে দেন দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা তারকা রাফিনহা।

তবে সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল। ৪১ মিনিটে লুইস দিয়াজের দারুণ এক ফিনিশিংয়ে সমতায় ফেরে কলম্বিয়া। ১-১ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে দু’দলের খেলায় ছিল ছন্দহীনতা, সুযোগ তৈরির অভাব। ম্যাচ তখন এগিয়ে যাচ্ছিল ড্রয়ের দিকে। রেফারি নির্ধারিত সময় শেষে যোগ করেন আরও ১০ মিনিট।

গারিঞ্চা স্টেডিয়ামের দর্শকরাও যখন হতাশা নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায় তখনই জ্বলে উঠলেন ভিনিসিয়াস জুনিয়র। শেষ বাঁশি বাজার এক মিনিট আগে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বলে জাল জড়ান এ রিয়াল মাদ্রিদ তারকা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই আর্জেন্টিনার বিপক্ষে ২৬ মার্চের সুপার ক্লাসিকোর আগে প্রস্তুতিটা সেরে রাখলেন তারা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়