Apan Desh | আপন দেশ

নাহিদ রানাকে নিয়ে তাসকিনের উচ্চাশা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩২, ২২ মার্চ ২০২৫

নাহিদ রানাকে নিয়ে তাসকিনের উচ্চাশা

তাসকিন আহমেদ ও নাহিদ রানা

সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে দেশের ক্রিকেটে এখন তারুণ্যের জয়জয়াকার। তামিম ইকবালের পর সবশেষ জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম (টেস্ট ছাড়া) ও মাহমুদউল্লাহ রিয়াদ। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দেশান্তরি সাকিব আল হাসান। ফলে দায়িত্ব ঘাড়ে চেপেছে তরুণদের ওপর। একসঙ্গে এত অভিজ্ঞ খেলোয়াড় না থাকাটা  দুঃখজনক হলেও বাস্তবতা হিসেবে মেনে নিচ্ছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

মুশফিক, মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন বলেন, খেলোয়াড় হিসেবে সবারই একসময় অবসরে যেতে হবে। দুঃখের বিষয় হলেও এটাই বাস্তবতা, বড় ভাইয়েরা অনেক বছর সার্ভিস দিয়েছেন। এখন আমরা যারা আছি আর সামনে যারা আসবে তাদের দায়িত্ব নিতে হবে।

এ শূন্যতা পূরণ না হওয়া নিয়ে তাসকিন বলেন, ১৫-২০ বছরের অভিজ্ঞতার তফাৎ, এটা পূরণ করা সময়েরও ব্যাপার। তারা অনেকদিন খেলেছেন, দেশকে জিতিয়েছেনও। তাদের মতো অভিজ্ঞদের তো দল অবশ্যই মিস করবে। এখন ৪-৫ জন যারা আছি ১০ বছর খেলে ফেলেছি, সামনে যারা আসবে, সবাই মিলে দায়িত্ব নিতে হবে। এ ট্রানজিকশন পিরিয়ড যত দ্রুত ঠিক হবে তত দলের জন্য ভালো।

জুনিয়র সতীর্থ ও ‍পেস বিভাগে নতুন সেনসেশন নাহিদ রানাকে নিয়ে তিনি বলেন, নাহিদ আমাদের অনেক বড় এক সম্ভাবনা, কোনো সন্দেহ নেই। ধীরে ধীরে আরও উন্নতি করছে। ওর কঠোর পরিশ্রম, নিবেদন যদি ঠিক থাকে আশা করি বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়