Apan Desh | আপন দেশ

ভারতীয় মিডিয়ার দাবি

আইপিএল খেলতে ৩ দলের সঙ্গে যোগাযোগ করেছেন সাকিব

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩০, ২২ মার্চ ২০২৫

আইপিএল খেলতে ৩ দলের সঙ্গে যোগাযোগ করেছেন সাকিব

সাকিব আল হাসান

বেশ কয়েকমাস নিষিদ্ধ ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আর ছাড়পত্র পাওয়ার পরই নাকি আইপিএল খেলতে তোরজোড় চালাচ্ছেন তিনি। আর এজন্য আইপিএল’র ৩টি ফ্রাঞ্চাইজির সঙ্গে যোগাযোগও করেছেন সাকিব আল হাসান।

শনিবার (২২ মার্চ) এমন দাবি করে কলকাতাভিত্তিক গণমাধ্যম সংবাদ প্রতিদিন।  প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, আইসিসি থেকে সুখবর মিলতেই আইপিএল খেলতে মরিয়া হয়ে উঠেছেন এ অলরাউন্ডার। ইতোমধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও যোগাযোগ করেছেন সাকিব আল হাসান।

তিন ফ্র্যাঞ্চাইজি হলো- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। এ দলগুলোর স্পিন বিভাগ তত শক্তিশালী না হওয়ায় সাকিব তাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানায় গণমাধ্যমটি। তবে নিলামে যেহেতু দল পাননি সাকিব।

আরওপড়ুন<<>>আ. লীগকে পুনর্বাসিত হতে দেয়া হবে না: এনসিপি

সেজন্য এখনই সাকিবের আইপিএলে ফেরার সম্ভাবনা কম। কিন্তু টুর্নামেন্ট চলাকালীন যদি কেউ চোট পেয়ে ছিটকে যান বা নাম তুলে নেন। কেবল তখনই সুযোগ পেতে পারেন এ অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজিগুলিকে সাকিব জানিয়ে দিয়েছেন, খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি।

উল্লেখ্য, বোলিং অ্যাকশনের ত্রুটি সারতে দুবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছিলেন সাকিব। দেশের ক্রিকেট থেকে দূরে থাকা টাইগার এ অলরাউন্ডারের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পথ খোলা আছে। বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় এখন আবারও অলরাউন্ডার হিসেবে খেলতে পারবেন সাকিব আল হাসান।

দেশের বাইরে থাকা সাকিব টেস্ট থেকে অবসর নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার কথা ছিল। কিন্তু নানা জটিলতার কারণে সেটি হয়নি। আপাতত বাংলাদেশ জাতীয় দলেও তার ফেরা অনেকটা কঠিন হয়ে আছে। এরমাঝে আইসিসি নিষিদ্ধ করেছিল সাকিবের বোলিং।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়