
ফাইল ছবি
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার মোহাম্মদ সিরাজ। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তেলেঙ্গানা পুলিশের বড় পদে চাকরি পেয়েছেন তিনি। তবে মুদ্রার উল্টো পিঠও দেখেছেন এ পেসার। সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ হয়নি তার। আইপিএলে ভাল খেলেই ফিরতে চানর তিনি। এর মাঝেই আরও একবার আলোচনায় সিরাজ।
গত কয়েকমাস ধরেই অভিনেত্রী মাহিরা শর্মার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে কিছুদিন আগে এ গুঞ্জনকে নস্যাৎ করে দিয়ে মাহিরা বলেছিলেন, ‘আমি কারোর সঙ্গে সম্পর্কে নেই।’ একই ইস্যুতে আবারও মুখ খুললেন এ অভিনেত্রী।
গত ২০ মার্চ মাহিরা একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে পাপারাজ্জিরা তাকে আইপিএল নিয়ে নানা প্রশ্ন করে এবং প্রিয় দল এবং প্রিয় খেলোয়াড় সম্পর্কে জানতে চায়। এরপর গত ২১ মার্চ মাহিরা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেন, আমি কারোর সঙ্গে ডেট করছি না। দয়া করে গুজব ছড়ানো বন্ধ করুন।
শুধু মাহিরা নন, মোহাম্মদ সিরাজও সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমি সকল পাপারাজ্জিদের অনুরোধ করছি, দয়া করে ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করা বন্ধ করুন। এগুলি পুরোপুরি অসত্য এবং ভিত্তিহীন। আশা করি এবার এ সব কিছুর অবসান ঘটবে।
মাহিরা ‘বিগ বস’ প্রতিযোগী হওয়ার পর থেকে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। মাহিরা এবং সিরাজ একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। এর আগে একবার মাহিরা বলেছিলেন, যার যা খুশি বলে যাচ্ছে। আমার সহ অভিনেতাদের সঙ্গেও আমার নাম যুক্ত করে। আমি তো কাউকে থামাতে পারবো না। কিন্তু এসব গুজবকে আমি গুরুত্ব দেই না।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।