Apan Desh | আপন দেশ

তাসকিনকে আশায় রেখে কাকে নিল লখনৌ 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ২৩ মার্চ ২০২৫

আপডেট: ১৫:১৯, ২৩ মার্চ ২০২৫

তাসকিনকে আশায় রেখে কাকে নিল লখনৌ 

তাসকিন আহমেদ

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে দল পাননি তাসকিন আহমেদ। তবে বাংলাদেশের পেস তারকা পেসারকে একাধিক ফ্র্যাঞ্চাইজি নিতে চায় এমন গুঞ্জন বাতাসে ভাসছিল। সে গুঞ্জনের মধ্যেই লখনৌ সুপার জায়ান্টস থেকে ছিটকে যান পেসার মহসিন খান। 

এরপর তাসকিন আহমেদ নিজেই জানিয়েছিলেন, লখনৌ সুপার জায়ান্টস তাকে নিতে চায়। কিন্তু মহসিনের বদলে লখনৌ বেছে নিয়েছে শার্দুল ঠাকুরকে, যিনি গতিময় বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ভালোই ব্যাট চালাতে পারেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, শনিবার (২২ মার্চ) বিকেলে ২ কোটি রুপির বেজ প্রাইজে দলে নেয়া হয়েছে শার্দুলকে। নিঃসন্দেহে তিনিই লখনৌয়ের পেস বিভাগকে নেতৃত্ব দেবেন। বিদেশি পেসার হিসেবে স্কোয়াডে আছেন শামার জোসেফ। সঙ্গে স্থানীয় হিসেবে আছেন রাজবর্ধন হাঙ্গারগেকার এবং প্রিন্স যাদব। এখন পর্যন্ত ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় আছেন মায়াঙ্ক যাদব, আবেশ খান এবং আকাশ দীপ।

এখন পর্যন্ত আইপিএলে ৯৫টি ম্যাচ খেলে ৯৪ উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর। এর আগে পাঁচটি ভিন্ন দলের হয়ে তাকে খেলতে দেখা গেছে- পাঞ্জাব কিংস, রাইজিং পুনে সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। এবারই প্রথম খেলবেন লখনৌ সুপার জায়ান্টসের হয়ে। এদিকে তাসকিন আহমেদকে অপেক্ষায় থাকা ছাড়া কিছু করার নেই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়