
সংগৃহীত ছবি
আসন্ন ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে চলছে জল্পনা-কল্পনা। ২৫ মার্চ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। উপমহাদেশীয় ফুটবলে এ লড়াইয়ে অতীত পরিসংখ্যান ভারতের পক্ষে। তবে বাংলাদেশ এবার ইতিহাস বদলাতে চায়।
এখন পর্যন্ত দুই দল ২৮ বার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ১৪ ম্যাচ। বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৪টিতে। আর ১০টি ম্যাচ ড্র হয়েছে। ভারতের বিপক্ষে বাংলাদেশ শেষবার জয় পেয়েছিল ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। এতে বাংলাদেশ ২-১ গোলে জয়ী হয়। তবে ভারতের মাটিতে বাংলাদেশ কখনোই জয় পায়নি।
সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ২০১৯ সালে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারতকে রুখে দিয়েছিল বাংলাদেশ। সেখানে ৮৮তম মিনিটে আদিল খানের গোলেই ভারত ড্র বাঁচিয়েছিল। ২০২১ সালের সাফ চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ ভারতকে ১-১ গোলে আটকে দিয়েছিল।
বাংলাদেশ দল এবার নতুন আশার আলো দেখছে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে। ইংলিশ ক্লাব লেস্টার সিটির এ মিডফিল্ডার সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলে যোগ দিয়েছেন। তাকে ঘিরেই দল শক্তিশালী কৌশল সাজাচ্ছে। কোচ হাভিয়ের কাবরেরার অধীনে বাংলাদেশ দল উন্নতির পথে এগিয়ে চলেছে।
কোচ কাবরেরা বলেন, আমরা জানি ভারত শক্তিশালী দল। কিন্তু আমরা জয়ের জন্য খেলতে যাচ্ছি। আমাদের দলে বেশ কিছু তরুণ প্রতিভা রয়েছে। যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।
বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করেন, এ ম্যাচ বাংলাদেশের জন্য বড় সুযোগ। আমরা প্রতিপক্ষকে সম্মান করি। আমরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।
ফিফা র্যাঙ্কিংয়ে ভারত বর্তমানে ১২৬ নম্বরে রয়েছে। আর বাংলাদেশ রয়েছে ১৮৫ নম্বরে। যদিও কাগজে-কলমে ভারত এগিয়ে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্স আশা জাগানিয়া।
নভেম্বরে বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল। সেখানে প্রথম ম্যাচে ০-১ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল। এছাড়া, সেপ্টেম্বর মাসে ভুটানের বিপক্ষে একটি ম্যাচে জয় ও আরেকটিতে পরাজয় পেয়েছে দলটি।
আরও পড়ুন>>>হামজাকে নিয়ে ভারতীয় কোচ যা বললেন
বাংলাদেশের শক্তির অন্যতম বড় উৎস বসুন্ধরা কিংস ক্লাবের খেলোয়াড়। যাদের মধ্য থেকে জাতীয় দলে আছেন ১১ জন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার: টপু বর্মন, রহমত মিয়া, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, ফরোয়ার্ড: রাকিব হোসেন, মজিবুর রহমান জোনি
ভারতের প্রধান শক্তি অভিজ্ঞ স্ট্রাইকার সুনিল ছেত্রী। তিনি বাংলাদেশকে আগেও ভুগিয়েছেন। তিনি বাংলাদেশের বিপক্ষে গত সাত ম্যাচে ছয়টি গোল করেছেন। এছাড়া, সান্দেশ ঝিঙ্গান রক্ষণভাগে ভারতের বড় ভরসা।
বাংলাদেশ যদি রক্ষণভাগ শক্তিশালী করে ও আক্রমণে গতি বাড়ায়, তাহলে চমক দেখাতে পারে। ভারতের বিপক্ষে জয় পেতে হলে বাংলাদেশকে নিখুঁত পরিকল্পনায় খেলতে হবে। গোলের সুযোগ কাজে লাগাতে হবে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে। লক্ষ কোটি ভক্তের প্রত্যাশা, হামজা চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ নতুন ইতিহাস গড়বে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।