
ফাইল ছবি
চলতি মাসে দ্বিতীয়বারের মতো বোর্ড সভায় বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। সোমবার (২৪ মার্চ) দুপুর ১২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হতে যাচ্ছে এ সভা। এতে সভাপতিত্ব করবেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ।
বিসিবি সূত্রে জানা গেছে, সভার মূল আলোচনায় থাকছে প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত। টি-টোয়েন্টি ফরম্যাটে কে হবে নতুন অধিনায়ক, সেটিও থাকবে এজেন্ডায়। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে টিকিট বিক্রির লভ্যাংশ ভাগাভাগির বিষয়টিও আলোচনায় থাকবে। আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে কেন্দ্রীয় চুক্তির তালিকা নিয়েও।
চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার পর জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল ফিল সিমন্সকে। সাবেক এ ক্যারিবিয়ান ক্রিকেটারের কোচ হিসেবে মেয়াদ ছিল চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। প্রধান কোচের মতই সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাউদ্দিনদের মেয়াদও ছিল চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। দুজনকেই ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত রেখে দেয়া হবে।
এছাড়া ফিল্ডিং কোচ ও অ্যানালিস্ট নিয়োগের বিষয়েও কথা হবে বিসিবির বোর্ড সভায়। কোচিং স্টাফে সবচেয়ে আলোচনায় মুস্তাক আহমেদকে নিয়ে। চুক্তি শেষ তবে পাকিস্তান কিংবদন্তিকে সন্তুষ্ট বিসিবি। প্রতিদিনের জন্য এ স্পিন বোলিং কোচকে ৭০০ ডলার দিতে প্রস্তুত বোর্ড। এছাড়া নতুন নির্বাচকের ঘোষণাও আসতে পারে ১৯তম সভা থেকে। হান্নান সরকার পদত্যাগে করায় নির্বাচক প্যানেল এখন দুই সদস্যের।
তবে সবকিছু ছাপিয়ে যাবে অধিনায়কত্ব ইস্যু। তিন পদে নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। মেয়াদ শেষ হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির পরই। টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়বেন, নতুন নেতা খুঁজে নেবে বিসিবি সেটা নিশ্চিত। সংক্ষিপ্ত তালিকায় লিটনের সঙ্গে মেহেদী হাসান মিরাজের নাম আলোচনায় আছে। তবে বাকি দু ফরম্যাটে নাজমুল শান্তর উপর আস্থা রাখবে বিসিবি।
আগের বৈঠকে বেড়েছে ক্রিকেটারদের বেতন। এবার তিন ফরম্যাটে ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা আসতে পারে। পূর্বাচল স্টেডিয়ামের পরামর্শক প্রতিষ্ঠান পপুলাসের ভাগ্য নির্ধারণ। এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিপিএলের টিকিটের লভ্যাংশ ভাগাভাগি ও প্রথম শ্রেণীর ক্রিকেটে বেতন বৈষম্য আলোচ্য সূচির অংশ হতে পারে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।