
তামিম ইকবাল: ফাইল ছবি
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সে ম্যাচ টস করতে নেমেই অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। গুরুতর অসুস্থ অবস্থায় মোহামেডান অধিনায়ককে পার্শ্ববর্তী ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে তাকে।
সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান খেলার সময় বুকে ব্যথা অনুভব করায় তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়া হয়েছে। তার সঙ্গে রয়েছেন বড় ভাই নাফিস ইকবাল।
তামিমের দল মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন<<>>সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
মোহামেডান এ কর্মকর্তা বলেনন, তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। ডাক্তাররা কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। তারা শুধু বলছেন, আল্লাহ ভরসা। আল্লাহ যদি ফিরিয়ে দেন, তাহলে হয়তো ফিরবেন।
এদিন বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন।
এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। এ মুহূর্তে তিনি সেখানেই ভর্তি।
এদিকে সোমবার দুপুর ১২টায় বিসিবির পরিচালনা পর্ষদের বোর্ডসভা হওয়ার কথা ছিল। কিন্তু তামিমের অসুস্থতার খবরে সে বোর্ডসভা স্থগিত করা হয়েছে। তামিমকে দেখতে এরইমধ্যে হাসপাতালের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।