
ছবি: আপন দেশ
পবিত্র মাহে রমজান, শবে কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছুটি শুরু হয়েছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি ও ছুটি কাটাতে ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা।
এদিকে টানা ক্লাস-পরীক্ষায় ক্লান্ত শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর ছুটি পেয়ে এখন উচ্ছ্বসিত সবাই। নিরাপদে গন্তব্যে পৌঁছানোই এখন সবার মূল লক্ষ্য।
বাড়ির উদ্দেশ্যে হল ছাড়ছিলেন আগস্টের দ্বিতীয় সপ্তাহে ক্যাম্পাসে আসা আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রাহি। দীর্ঘদিন পর বাড়ি ফেরার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, প্রায় সাড়ে সাত মাস পর নিজ বাড়ি যাচ্ছি। আগস্টের দ্বিতীয় সপ্তাহে এসেছিলাম ক্যাম্পাসে। ক্যাম্পাসে আসার পর ক্লাস-পরীক্ষাসহ প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিয়মিত চলায় আর বাড়ি যাওয়া হয়নি। বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে ছিলাম। অবশেষে আজকে বাড়ি যাচ্ছি। খুবই আনন্দ লাগছে।
জানুয়ারিতে ক্যাম্পাসে এসেছিলেন ৫৩ ব্যাচের শিক্ষার্থী গোলাম রাব্বি। একটানা ক্লাস, টিউটোরিয়াল পরীক্ষার কারণে আর বাড়ি যেতে পারেননি।
তিনি বলেন, প্রায় ৩ মাস পর বাড়ি যাচ্ছি। মনে হচ্ছে ৩ মাস নয়, এক বছর পর যাচ্ছি। টানা ক্লাস, পরীক্ষায় হাঁপিয়ে গেছি। এবার একটু বিশ্রাম প্রয়োজন। আশা করি ভালো সময় কাটবে।
আরওপড়ুন<<>>জাবিতে স্টেশন নির্মাণসহ মেট্রোরেল নবীনগর পর্যন্ত বাড়ানোর দাবি
ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল-আমিন বলেন, আমার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে আজই ইদ শুরু হয়ে গেছে। বাসায় পরিবারের সবার সঙ্গে ঈদ উদযাপন করবো। অনেক খাওয়া-দাওয়া, হাসিঠাট্টা, আড্ডা হবে। প্রিয় মুখগুলোকে অনেকদিন পর একসঙ্গে দেখাটা বিশেষ আনন্দের।
এর আগে গত ১৭ মার্চ রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাহে রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর, ঈদুল ফিতর উপলক্ষ্যে ২৩ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া ২৬মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত অফিস বন্ধের তারিখ ঘোষণা করা হয়।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।