Apan Desh | আপন দেশ

জ্ঞান ফিরেছে, কথা বলেছেন তামিম 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৭, ২৪ মার্চ ২০২৫

আপডেট: ১৬:১৩, ২৪ মার্চ ২০২৫

জ্ঞান ফিরেছে, কথা বলেছেন তামিম 

ফাইল ছবি।

জ্ঞান ফিরেছে দেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবালের। হার্টে রিং পরানোর পর আগের তুলনায় কিছুটা ভালো আছেন তিনি। চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তামিম ইকবাল।

কার্ডিয়াক কেয়ার ইউনিট থেকে বের হয়ে এ তথ্য জানিয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম। এ সময় আরেক বোর্ড পরিচালক ও তামিমের চাচা আকরাম খানও পাশে ছিলেন।

আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তামিম। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রিং পরানোর পরের এ সময়টা খুব গুরুত্বপূর্ণ।

সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের অষ্টম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। বিকেএসপিতে টস করার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তামিমকে পাশের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়া হয়। পরিস্থিতির অবনতি হলে দেয়া হয় লাইফ সাপোর্ট।

আরওপড়ুন<<>>তামিমের হার্টে রিং পরানো হয়েছে, অবস্থার উন্নতি

এর পর এনজিওগ্রাম করা হলে তামিমের হার্টে দুটি ব্লক ধরা পড়ে এবংদ্রুত রিং পরানো হয়।

এদিকে, তামিমের আকস্মিক অসুস্থতার খবরে আগে থেকে নির্ধারিত বিসিবির বোর্ড সভা স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে তার ভাই নাফিস ইকবাল ও স্ত্রী পৌঁছেছেন হাসপাতালে।

এছাড়া তামিম ইকবালের অসুস্থতার খবরে ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সতীর্থ, ভক্ত ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।  

আপন দেশ/এমএস  

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়