
ফাইল ছবি।
দেশসেরা ওপেনার তামিম ইকবাল সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। হার্ট অ্যাটাকের পর তার একটি রিংও পরানো হয়েছে। টাইগার ওপেনারের আকস্মিক অসুস্থতার খবরে দেশের ক্রিকেটাঙ্গনে কালো ছায়া নেমে এসেছিল। কেউ ছুটে গেছেন। আবার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্থতা কামনা করে পোস্ট দিচ্ছেন। সতীর্থরা, ভক্তরা ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
তেমনি তামিককে নিয়ে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফেসবুক পোস্টে আক্ষেপ করে লিখেছেন, তোর কাছে যাইতে পারলাম না ভাডি। মহান আল্লাহ তোর সহায় হোন। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয়, ইনশাল্লাহ।
আপরদিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স তার ফেসবুক পোস্টে লিখেছে, দ্রুত সুস্থ হয়ে উঠো তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।
এদিকে, তামিমের পেজ থেকেও এডমিনের বরাতে একটি পোস্টে বিস্তারিত জানানো হয়েছে। পোস্টে বলা হয়, সোমবার (২৪ মার্চ) সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে বিকেএসপিতে ফিরে আসেন তিনি।
আরওপড়ুন<<>>জ্ঞান ফিরেছে, কথা বলেছেন তামিম
এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়। যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে আবার নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হচ্ছে, যাতে দ্রুত সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।