Apan Desh | আপন দেশ

ট্রাম্পের সাবেক পুত্রবধূর প্রেমে মজেছেন টাইগার উডস

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭, ২৪ মার্চ ২০২৫

আপডেট: ২১:১১, ২৪ মার্চ ২০২৫

ট্রাম্পের সাবেক পুত্রবধূর প্রেমে মজেছেন টাইগার উডস

টাইগার উডস-ভেনেসা

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভেনেসা ট্রাম্পের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেন বিশ্ববিখ্যাত গলফ তারকা টাইগার উডস।

রোববার (২৩ মার্চ) এ সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজিএক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স প্ল্যাটফর্মে একটি ছবি পোস্ট করে উডস লেখেন, ভালোবাসা আকাশে ভাসছে এবং তোমার পাশে জীবন অনেক সুন্দর। ছবিতে উডস এবং ভানেসা একসঙ্গে আরামদায়ক মুহূর্ত কাটাচ্ছেন।

আরওপড়ুন<<>>তোর কাছে যাইতে পারলাম না, তামিমকে নিয়ে মাশরাফির পোস্ট

তিনি আরও যোগ করেন, এখন আমরা আমাদের প্রিয়জনদের জন্য গোপনীয়তা কামনা করি।

ভেনেসা ট্রাম্প ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের স্ত্রী ছিলেন। সাবেক এ দম্পতির ৫ সন্তান রয়েছে। এদের মধ্যে ১৭ বছর বয়সী কাই আগামী বছর ইউনিভার্সিটি অব মায়ামিতে গলফ খেলবেন। অপরদিকে, টাইগার উডসের সন্তান স্যাম এবং চার্লির সঙ্গে একই স্কুলে পড়ছেন কাই ট্রাম্প।

উল্লেখ্য, টাইগার উডস এর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেশ কয়েক বার গলফ খেলেছেন। ২০১৯ সালে ট্রাম্প তাকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখাও করেন উডস।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়