
তামিম ইকবাল
সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে হার্টে রিং পরানোর পর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তামিম ইকবালের। এরপর পারিবারিক সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হলো সাবেক এ অধিনায়ককে।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত পৌনে ৯টায় একটি অ্যাম্বুলেন্সে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। এর আগে সোমবার (২৪ মার্চ) হার্ট অ্যাটাকের পর সাভারের ওই হাসপাতালে তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়। এর ২৪ ঘণ্টারও কিছু বেশি সময় পর তাকে মঙ্গলবার ঢাকায় আনা হলো।
আরওপড়ুন<<>>হাসপাতালের বিছানা থেকে যে বার্তা দিলেন তামিম
হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, তামিমের শঙ্কাজনক পরিস্থিতি কাটিয়ে ওঠা হয়ে গেছে। তার শারীরিক জটিলতাও নেই এখন। পরিবারের সঙ্গে কথা বলেছেন, হাঁটাচলা করছেন। তবে পরিবারের চাওয়া তামিমের সুযোগ-সুবিধাটা আরও যেন ভালো হয়। সে ভাবনা থেকেই এ সিদ্ধান্ত। হাসপাতালের মেডিকেল বোর্ড আলোচনা করে বিষয়টি অনুমোদন করেছে বলেও জানা গেছে।
আপাতত ঝুঁকিমুক্ত থাকলেও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে জাতীয় দলের সাবেক এ ক্রিকেটারকে।
এদিকে, আজ রাত ১০টায় তাকে দেখতে হাসপাতালে যাওয়ার কথা রয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।