Apan Desh | আপন দেশ

সবাইকে ঈদ মোবারক জানালেন হামজা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৭, ২৬ মার্চ ২০২৫

সবাইকে ঈদ মোবারক জানালেন হামজা

মঙ্গলবার শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচে হামজা দেওয়ান চৌধুরী

ভক্ত-সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের জার্সিকে অভিষেক হয়েছে হামজা দেওয়ান চৌধুরীর। ভারতের বিপক্ষে লাল সবুজ জার্সিতে নিজের প্রথম ম্যাচে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ফুটবলার। দুর্দান্ত নৈপুন্যে স্বাগতিক দলের আক্রমণ রুখে দিয়েছেন তিনি। নিজ দলের জন্যও একাধিক সুযোগ তৈরি করে দিয়েছেন। তবে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দলই। যে কারণে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে উভয় দল।

ম্যাচ শেষে মিক্সড জোনে নিজের অভিব্যক্তি জানালেন ২৭ বছর বয়সী মিডফিল্ডার হামজা। লাল সবুজ দলের হয়ে খেলতে পেরে ভীষণভাবে অভিভূত। কোচ কাবরেরা এতদিন হামজাকে সংবাদমাধ্যম থেকে অনেকটাই আড়াল করে রেখেছিলেন। ম্যাচ শেষে কোনও বাধাই ছিল না। ম্যাচের পর বাংলাদেশের হয়ে অভিষেকে নিজের উচ্ছ্বাস লুকাননি হামজা, আমি খুবই গর্বিত। অনেক গর্ব হচ্ছে।

আন্তর্জাতিক ম্যাচ শুরুর আগে দুই দেশের জাতীয় সঙ্গীত বেজে ওঠে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সময় হামজার কেমন মনে হয়েছিল? তিনি জানালেন, অনেক অসাধারণ লেগেছে সে সময়।

হামজার অভিষেক ম্যাচে বাংলাদেশ এক পয়েন্ট পেয়েছে শক্তিশালী ভারতের বিপক্ষে। ম্যাচ নিয়ে তার মূল্যায়ন, প্রথমার্ধে খুব ভালো খেলেছিলাম আমরা। কলিগদের নিয়ে আমি খুব গর্বিত। তারা অনেক কঠোর পরিশ্রম করছে। আমরা সবাই গুড টিম স্পিরিট নিয়ে খেলছি।

বাংলাদেশ আজ বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করেছে। নয়তো পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ার সুযোগ ছিল। এ নিয়ে হামজার কথা, আমাদের জয় প্রাপ্য ছিল। ফুটবলে মিস হতেই পারে, ইপিএলেও (ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগেও) হয়।

প্রথম ম্যাচের পর সমর্থকদের উদ্দেশ্যে তার বক্তব্য, পজিটিভ ভাইভ বজায় রাখতে হবে।  কয়েকদিন পরই ঈদুল ফিতর। তাই সবার উদ্দেশ্যে ঈদ মোবারক বলে যেতে ভুল করেননি হামজা চৌধুরী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়