
ছবি লিটন দাসের ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশের ফুটবলের নতুন তারকা হামজা দেওয়ান চৌধুরী। লাল সবুজ জার্সিতে নিজের অভিষেকেই জান চিনিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ফুটবলার। ভারতের মাঠে স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত নৈপুন্য প্রদশন করেছেন তিনি। ম্যাচ শেষে ঢাকায় ফিরে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেয়ার অপেক্ষায় হামজা।
সে সুযোগে হামজার সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশি ক্রিকেট তারকা লিটন দাস। হামজার সঙ্গে ছবি তুলে ফেইসবুকে পোস্ট করে লিটন লিখেছেন, হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা দারুণ ব্যাপার। একজন দারুণ বিনয়ী মানুষ আর অসাধারণ এক খেলোয়াড়। তাকে নিয়ে বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ক্যাপশনেই লিটন লিখেছেন ছবিটি তুলেছেন তার স্ত্রী।
ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে হামজাকে প্রশ্ন করা হয়েছিল সাকিব আল হাসানের সঙ্গে তুলনা নিয়ে। বিনয়ের সঙ্গে সাকিবকে এগিয়ে রেখে হামজা বলেছিলেন, ও মেগাস্টার। আমি সেই পর্যায়ে যাইনি। ভারতের বিপক্ষে নিজেকে যেভাবে হামজা নিংড়ে দিয়েছিলেন, তাতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মেগাস্টার হয়ে ওঠার ইঙ্গিতই দিয়ে রেখেছেন তিনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।