Apan Desh | আপন দেশ

পিএসএলে যাচ্ছেন লিটন-রিশাদ-নাহিদ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:২০, ২৭ মার্চ ২০২৫

আপডেট: ১৭:৪৩, ২৭ মার্চ ২০২৫

পিএসএলে যাচ্ছেন লিটন-রিশাদ-নাহিদ

লিটন কুমার দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তার হলেন, লিটন কুমার দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। লিটন ও রিশাদ পুরো টুর্নামেন্টে খেলবেন। তবে নাহিদ কেবল প্রথম পর্বের পর যুক্ত হবেন।

বিসিবি তিনজনকে ছাড়পত্র দিয়েছে। তবে নাহিদকে জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট পর্যন্ত দেশে থাকার জন্য বলা হয়েছে। ২৬ এপ্রিল থেকে পেশাওয়ার জালমিতে যোগ দেবেন নাহিদ। পিএসএলে ‘গোল্ড’ বিভাগে ড্রাফট হওয়া নাহিদ ২৬ এপ্রিল থেকে খেলবেন। তখন তার দলের প্রথম পাঁচটি ম্যাচ খেলা হয়ে যাবে।

এবারের পিএসএলে অংশ নিতে পুরো সময়ের জন্য ছাড়পত্র পেয়েছেন লিটন কুমার দাস ও রিশাদ হোসেন। এ দুইজনই খেলবেন যথাক্রমে করাচি কিংস ও লাহোর কালান্দার্সে। লিটন একাদশে সুযোগ পেতে পারেন কিপার-ব্যাটসম্যান টিম সাইফার্টের সঙ্গে অলিখিত লড়াইয়ে, তার পিএসএল অভিষেক হতে যাচ্ছে। এদিকে রিশাদ গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। তার জন্যও এটি দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ।

নাহিদ রানা পেশাওয়ার জালমি দলে যুক্ত হয়েছেন। পুরো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। পিএসএল শুরু হওয়ার পরপরই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন। পেশাওয়ার জালমি তার প্রথম পাঁচটি ম্যাচ খেলবে ২৬ এপ্রিলের আগেই। এরপর নাহিদ দলে যোগ দিয়ে বাকি ম্যাচগুলো খেলতে পারবেন। যদি দল প্লে-অফে পৌঁছায়, আরও কিছু ম্যাচ খেলতে পারেন।

আরও পড়ুন>>>জুনে ফেরার বার্তা দিয়ে ঢাকা ছাড়লেন হামজা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিনজনকেই খেলার অনুমতি দিয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, তারা নমনীয় পথ অনুসরণ করে ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের ছাড়পত্র দিয়েছে। তবে নাহিদের ছুটির মেয়াদ সম্পর্কে কোনো বিস্তারিত জানানো হয়নি।

লিটন কুমার দাস: পিএসএলে আগে আইপিএল, সিপিএল ও লঙ্কা প্রিমিয়ার লিগ খেলেছেন। তবে এবারই প্রথম পিএসএলে অংশ নেবেন।

রিশাদ হোসেন: ২২ বছর বয়সী এ তরুণ লেগ স্পিনার গ্লোবাল টি-টোয়েন্টি ও বিগ ব্যাশ লিগে ডাক পেয়েছিলেন। তবে এবার পিএসএলে অভিষেক হতে যাচ্ছে।

নাহিদ রানা: পেশাওয়ার জালমি দলের সঙ্গে যোগ দেবেন ২৬ এপ্রিল। তার আগে দলের প্রথম পাঁচটি ম্যাচে তিনি অংশগ্রহণ করতে পারবেন না।

পিএসএল বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি একটি বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে। এবারও এ টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব অনেক গুরুত্বপূর্ণ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়