Apan Desh | আপন দেশ

এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন পরীক্ষার মুখে সাবিনারা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৯, ২৮ মার্চ ২০২৫

এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন পরীক্ষার মুখে সাবিনারা

ফাইল ছবি

শক্তিশালী ভারতের বিপক্ষে ড্র করে এশিয়ান কাপ বাছাইপর্বে যাত্রা শুরু করেছে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীরা। এবার সাবিনা খাতুনদের সামনে এশিয়ান কাপ বাছাইয়ের পরীক্ষা। এরইমধ্যে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দফতরে অনুষ্ঠিত মেয়েদের এশিয়ান কাপ বাছাইয়ের ড্রয়ে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।

মিয়ানমারের জাতীয় নারী দলের ফিফা র‌্যাংকিং ৫৫। এরপর আছে বাহরাইন। তাদের অবস্থান ৯২তম। অবশ্য বাংলাদেশের চেয়ে দুর্বল একটি প্রতিপক্ষও রয়েছে এ গ্রুপে। যে দলটি তুর্কমেনিস্তান। যাদের ফিফা র‌্যাংকিং ১৪১। আর বাংলাদেশের র‌্যাংকিং ১৩৩।

এশিয়ার ৩৪টি দেশ নিয়ে আয়োজন করা হবে এ প্রতিযোগিতা। যেখানে আট গ্রুপে ভাগ হয়ে খেলবে দেশগুলো। যেখানে ছয় গ্রুপে আছে ৪টি করে দল। এবং বাকি দুই গ্রুপে আছে ৫টি করে দল।

আট গ্রুপের চ্যাম্পিয়নরা চূড়ান্ত পর্বে যোগ দেবে বর্তমান চ্যাম্পিয়ন চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে। বাংলাদেশের বাছাইপর্ব হবে মিয়ানমারে।

২০২৩ সালে অলিম্পিক বাছাই খেলতে সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফে এ মিয়ানমারেই পাঠায়নি। আর্থিক কারণ দেখিয়ে সাবিনাদের না পাঠিয়ে ফেডারেশন প্রচুর নেতিবাচক সমালোচনার মধ্যে পড়ে। এবার এশিয়ান কাপ বাছাইয়ের খেলা সে মিয়ানমারেই পড়েছে।

আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই হবে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব। এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব হবে আগামী বছর ১-২১ মার্চ অস্ট্রেলিয়ায়।

এশিয়ান কাপ বাছাই সামনে রেখে এরই মধ্যে ৫৫ জন নারী ফুটবলারকে জাতীয় দলের ক্যাম্পে ডেকেছে বাফুফে। ঈদের পর আগামী ৬ এপ্রিল শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। যেখানে যোগ দেবেন বিদ্রোহী সব নারী ফুটবলার।

গত মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছে নারী দল। যেখানে কোনও সিনিয়র ফুটবলাররা ছিলেন না। কিন্তু ওই দল নিয়ে কোচ পিটার বাটলার ৬ গোল হজম করেছে। যে কারণে আবারও সিনিয়রদের নিয়েই ক্যাম্প শুরু করতে চায় বাফুফে।

টানা দুই বারের সাফজয়ী বাংলাদেশ দলের আসল পরীক্ষাটা হবে এবার। সত্যিই যে সাবিনা খাতুনেরা দক্ষিণ এশিয়ার সেরা, সেটার প্রমাণ হবে এ এশিয়ান কাপের বাছাই পর্বে। সাবিনা, মনিকাদের যা সামর্থ্য তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যাওয়ার ভালো সুযোগ রয়েছে ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়