
ছবি: সংগৃহীত
ঈদের আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) ছিলো শেষ কর্মদিবস। এ সময়ে প্রতিটি প্রতিষ্ঠানই কর্মীদের বেতন-বোনাস পরিশোধের প্রাণান্ত চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় নির্দিষ্ট প্রক্রিয়ায় বেতন-বোনাস পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রশাসনিক স্টাফরা। তবে ঈদের আগে বেতন পাননি প্রতিষ্ঠানটির রেফারি এবং বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ নারী ফুটবলাররা।
গত ১০ ফেব্রুয়ারি ৩৬ জন নারী ফুটবলারদের সঙ্গে চুক্তি করেছিল বাফুফে। আফিদাদের পাশাপাশি উঠতি ফুটবলারদেরও চুক্তির আওতায় এনেছে বাফুফে। তবে ব্রিটিশ কোচ পিটার বাটলারকে বয়কট করায় চুক্তি নবায়ন করেননি সাবিনা-কৃষ্ণারা। কিন্তু সে চুক্তির এক মাস পেরিয়ে গেলেও ঈদের আগে বেতন পাননি তারা।
এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, চুক্তির পরই সবাইকে (যারা নতুন) ব্যাংক অ্যাকাউন্ট করতে বলা হয়েছিল। অনেকে অ্যাকাউন্ট করেনি, এজন্য আমরা তাদের সম্মানী দিতে পারিনি। ঈদের পর সবাইকে একসঙ্গে দেয়া হবে। তাদের জন্য আমাদের আর্থিক ব্যবস্থাপনা আগে থেকেই প্রস্তত রয়েছে।
এদিকে উঠতি ফুটবলারদের ওপর ইমরান দায় চাপালেও ফেডারেশনেরও সদিচ্ছার অভাব বেশ স্পষ্ট। কেননা বাফুফে ভবন ব্যাংক-বাণিজ্য পাড়াতেই অবস্থিত। আর নারী ফুটবলাররা-ও মতিঝিলে বাফুফে ভবনেই থাকেন। এছাড়া নারী ফুটবল দলের স্পন্সর ঢাকা ব্যাংকে খুব সহজেই অতি স্বল্প সময়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সম্ভব।
আরওপড়ুন<<>>খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ
অন্যদিকে সাফ চ্যাম্পিয়ন হওয়ায় নারী দলের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল বাফুফে। সে অর্থ বাফুফের কর্তা-ব্যক্তিদেরই দেবার কথা। তবে প্রায় সাড়ে ৪ মাস পেরিয়ে গেলেও সে পুরস্কার পাননি ফুটবলাররা।
এছাড়া রেফারিদের সম্মানী বকেয়ার বিষয়টি দেশের ফুটবলের পুরনো সংস্কৃতি। নতুন সভাপতি হিসেবে তাবিথ আউয়াল দায়িত্ব নেবার সময়ে কোটি টাকার ওপর বকেয়া ছিল রেফারিদের। ধীরে ধীরে সে বকেয়া পরিশোধের অঙ্গীকার ছিল। তবে চলতি মৌসুম প্রায় শেষের দিকে হলেও মাত্র লীগের পাঁচ রাউন্ডের সম্মানী পেয়েছেন রেফারিরা। ঈদের আগে অন্তত প্রথম লেগের বাকি ৪ ম্যাচের সম্মানী প্রত্যাশা করেছিলেন রেফারিরা। তবে সেটাও আলোর মুখ দেখেনি।
এ বিষয়ে ইমরান হোসেনের মন্তব্য, ঈদের পর পুনরায় লিগ শুরু হওয়ার আগে রেফারিদের সম্মানী দেয়ার চেষ্টা চলছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।