
ছবি: সংগৃহীত
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ শেষ করে ইংল্যান্ডে ফিরেই জয়ের দেখা পেয়েছেন হামজা চৌধুরী। তার দল শেফিল্ড ইউনাইটেড ৩-১ গোলে কভেন্ট্রি সিটিকে হারিয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাতে অনুষ্ঠিত এই ম্যাচে ১৯ মিনিটে কভেন্ট্রির বিপক্ষে প্রথম গোল পায় শেফিল্ড। গোল করেন গুস্তাভো হামের। এরপর ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুন করে তাইরেসে কাম্পবেল। ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় শেফিল্ড।
আরওপড়ুন<<>>যমুনা সেতু দিয়ে একদিনে পার হলো ৪৮ হাজারের বেশি গাড়ি
বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে শেফিল্ডকে তৃতীয় গোল এনে দেন রহিয়ান ব্রুস্টার। তবে ম্যাচের ইনজুরি সময়ে এক গোল পরিশোধ করে কভেন্ট্রি। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হামজার দল শেফিল্ড।
এ জয়ে প্রিমিয়ার লিগে ফেরার লড়াইয়ে ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে হামজার দল।
উল্লেখ্য, বাংলাদেশের জার্সিতে মঙ্গলবার (মার্চ) অভিষেক হয় হামজা চৌধুরীর। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার পর ইংল্যান্ডে ফিরেই শেফিল্ডের হয়ে ম্যাচ খেলতে নেমে পড়েন তিনি।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।