
দারিভাল জুনিয়র
চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের পর গুঞ্জন উঠেছিল বরখাস্ত হতে পারেন ব্রাজিলের কোচ দারিভাল জুনিয়র (৬২)। অবশেষে গুনঞ্জনই সত্যি হলো। গত বছরের জানুয়ারিতে জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেয়া কোচকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
শুক্রবার (২৮ মার্চ) আনুষ্ঠানিক বিবৃতিতে দারিভালকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে সিবিএফ)। গত বছরের জানুয়ারিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু দলকে কোনো সফলতা এনে দিতে পারেননি দারিভাল।
তার অধীনে ১৬ ম্যাচে ৭ জয় ও সাত ড্র পেয়েছে ব্রাজিল। এছাড়া দুটিতে হেরেছে। যার শেষটি ছিলো বুধবার (২৬ মার্চ) আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ ব্যবধানে।
আরওপড়ুন<<>>চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা
সিবিএফ তাদের বিবৃতিতে দরিভালকে ধন্যবাদ জানিয়ে লিখেছে, ব্রাজিল ফুটবল ফেডারেশন ঘোষণা করছে যে, কোচ দরিভাল জুনিয়র আর ব্রাজিলিয়ান জাতীয় দলের দায়িত্বে থাকবেন না। ম্যানেজমেন্ট তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার পরবর্তী ক্যারিয়ারের জন্য সাফল্য কামনা করছে। এখন থেকেই সিবিএফ তার একজন বিকল্প খুঁজে বের করার জন্য কাজ করে যাবে।
২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর কোচের দায়িত্ব ছাড়েন তিতে। তিনি ছয় বছরের বেশি সময় দায়িত্বে ছিলেন। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রামোন মেনেজেস পাঁচ মাস ও ফার্নান্দো দিনিজ ডাগআউটে ছিলেন ৬ মাস। এরপর দরিভাল ছিলেন ১৪ মাস।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।