Apan Desh | আপন দেশ

কোহলির সঙ্গে সিডনি সিক্সার্সের চুক্তি!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৪, ১ এপ্রিল ২০২৫

কোহলির সঙ্গে সিডনি সিক্সার্সের চুক্তি!

ছবি: সংগৃহীত

বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন ভারতীয় সুপারস্টার বিরাট কোহলি। যে কোহলি কখনও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিই খেলেননি তিনি সিডনির হয়ে খেলবেন, এমন খবরে সরগরম হয়ে ওঠে পুরো সামাজিক মাধ্যম। তবে পুরো ব্যাপারটাই ছিল ‘এপ্রিল ফুল!’। যদিও ইসলাম ধর্মাবলম্বিদের জন্য এ দিনটি বেদনার।

মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে ভারতের জার্সিতে কোহলির একটি ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে সিডনি সিক্সার্স।

পোস্ট করা সিডনির ওই ফটোকার্ডে লেখা, ‘কিং কোহলি। বিরাট কোহলি আনুষ্ঠানিকভাবে পরের দুই মৌসুমের জন্য সিক্সারের অংশ হয়েছেন।’

মুহূর্তেই ভাইরাল হয় তাদের এ পোস্ট। প্রথমবারের মতো কোহলিকে বিগ ব্যাশে দেখতে পারবেন, এতে উচ্ছ্বসিত হন সমর্থকরাও।

তবে, কিছুক্ষণ পরেই সিডনির পক্ষ থেকে জানানো হয়, এটি ছিল এপ্রিল ফুল! এপ্রিলের প্রথম দিনে সবাইকে বোকা বানানোর ‘এপ্রিল ফুলের’ মজা নিতেই এমন পোস্ট করেছেন তারা।

উল্লেখ্য, বিগ ব্যাশের অন্যতম সফলতম দল সিডনি সিক্সার্স। সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে এ ফ্র্যাঞ্চাইজিটি। স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্কের মতো তারকারা এ দলের হয়ে মাঠ মাতান। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়