
ছবি : সংগৃহীত
লা লিগায় টেবিলের শীর্ষে। হাতে ৯ ম্যাচ বাকি রয়েছে, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে পয়েন্টের ব্যবধান ৩। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলার অপেক্ষা। এবার আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে ফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা। স্থানীয় সময় বুধবার (০২ এপ্রিল) মেত্রোপলিতানো স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় ফাইনালে হ্যান্সি ফ্লিকের দল।
বার্সেলোনায় সেমিফাইনালের প্রথম লেগে আট গোলের থ্রিলারের পর ২৭তম মিনিটে বক্সের মধ্যে থেকে ফেরান তোরেসের প্রচেষ্টাই কাতালান জায়ান্টদের ফাইনালে ওঠার জন্য যথেষ্ট ছিল। লামিনে ইয়ামালের বাড়ানো বলে তোরেসের নিচু শটে বাঁ দিক দিয়ে কিপার হুয়ান মুসোকে পরাস্ত করে বল।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে আপ্রাণ চেষ্টা করে অ্যাতলেতিকো। বদলি নামা আলেক্সান্দার সোরলোথ খুব কাছ থেকে গোলের সহজ সুযোগ নষ্ট করেন। বার্সা লিড ধরে রেখে জয় নিশ্চিত করে। আগের দিন রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ৪-৪ গোলে দ্বিতীয় লেগ ড্র করে রিয়াল। ৫-৪ গোলের অগ্রগামিতায় তারা ফাইনালে। কোপা দেল রে ফাইনালে এবার হচ্ছে এল ক্লাসিকো। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এক দশকেরও বেশি সময় পর কাপ ফাইনালে তারা বার্সার মুখোমুখি হবে।
রিয়াল ও বার্সার কোপা দেল রে ফাইনালে দেখা হয়েছে ১৮ বার। রিয়াল ১১ জয়ে এগিয়ে। সবশেষ ২০১৪ সালের ফাইনালে ভ্যালেন্সিয়াতে ২-১ গোলে জিতেছিল মাদ্রিদ ক্লাব।
চলতি মৌসুমে দুইবারের দেখাতেই রিয়ালকে উড়িয়ে দিয়েছে বার্সা। অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় ৪-০ গোলে এবং জানুয়ারিতে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে ৫-২ গোলে জিতেছিল।
দুই দলই এই মৌসুমে ট্রেবল জয়ের মিশনে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তারা। লা লিগা শিরোপার দৌড়েও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আর এবার কাপেও ট্রফির হাতছানি। আগামী ২৬ এপ্রিল লা কার্তুজা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।