
অনুশীলনে কোচের কথা মনোযোগ দিয়ে শুনছেন ক্রিকেটাররা
চলতি বছরের অক্টোবরে ভারতে বসছে নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। বৈশ্বিক এ আসরে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। তাই মূল পর্বের টিকিট কাটতে তাই বাছাইপর্ব পেরিয়ে যেতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে। সে লক্ষ্যে কঠোর পরিশ্রম করছে টাইগ্রেসরা। অনুশীলনের কারণে দেশে থেকেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেননি তারা।
বাছাইপর্বের ম্যাচ খেলতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ দল। তার আগে সকালে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান। যেখানে দলের পরিকল্পনা জানাতে গিয়ে বাছাইপর্বে পাঁচ ম্যাচের সবকটিই জেতার লক্ষ্য জানিয়েছেন এ কোচ।
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে। যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ বছরের জানুয়ারিতে ওয়ানডে সিরিজ হারায় সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কাটতে পারেনি জ্যোতির দল। কোচ সারোয়ার ইমরানও কোনো প্রতিপক্ষকে খাটো করে দেখছেন না।
তবে সারোয়ার ইমরানের বিশ্বাস বাছাইপর্বের সবকটি ম্যাচই জিততে পারবে নিগার সুলতানা জ্যোতির দল, পাকিস্তানে পাঁচটা ম্যাচই আমরা ওয়ান বাই ওয়ান জিততে চাই। সেখানে আমাদের সঙ্গে দুইটা শক্তিশালী দলের খেলা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান বাদে বাকি দলগুলোকেও আমরা ছোট করে দেখছি না, তবে তাদের বিপক্ষে জিতে কোয়ালিফাই করতে চাই।
লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম—লাহোরের এ দুই মাঠে হবে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো। পাকিস্তানের ব্যাটিংবান্ধব উইকেটে ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও দারুণ কিছু যে করে দেখাতে হয়, সেভাবেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্পে অনুশীলন হয়েছিল বলে জানান সারোয়ার।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ বলেন, আমরা এ ব্যাপারে ওয়াকিবহাল। আমাদের যে ক্যাম্প হয়েছে, আমরা বিশেষ এ কাজগুলো করেছি। ব্যাটিং উইকেটে কীভাবে বোলিং করতে হবে, কীভাবে ব্যাটিং করতে হবে, স্ট্রাইকরেট কেমন হবে সেগুলো অনুশীলন করিয়েছি। ব্যাটিং উইকেট হলে এখানে (পাকিস্তানে) ২৫০-এর বেশি রানের উইকেট হবে। ব্যাটাররা পারবে বলে আমি আশা করছি।
এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে সেরা দুটি দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
এদিকে ১০ এপ্রিল বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে নামবে জ্যোতির দল, প্রতিপক্ষ থাইল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। বাংলাদেশের বাকি ম্যাচগুলো যথাক্রমে ১৩ এপ্রিল আয়াল্যান্ড (দিবারাত্রি), ১৫ এপ্রিল স্কটল্যান্ড (দিবারাত্রি), ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। দিনের ম্যাচ সকাল ১০টা এবং দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।