Apan Desh | আপন দেশ

ফের সাবিনাদের সঙ্গে বসছেন বাফুফে সভাপতি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৪, ৪ এপ্রিল ২০২৫

ফের সাবিনাদের সঙ্গে বসছেন বাফুফে সভাপতি

ফাইল ছবি

প্রধান কোচ পিটার বাটলার ও জাতীয় দলের বিদ্রোহী ১৮ ফুটবলারের মধ্যে দ্বন্দ্বের অবসান হতে চলেছে শিগগিরই। সে লক্ষ্য নিয়েই সাবিনা-মনিকাদের সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। শনিবার (০৫ এপ্রিল) বাফুফে ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এরইমধ্যে অনড় অবস্থান থেকে সরে এসেছেন বিদ্রোহী ফুটবলাররা। বৃটিশ কোচ বাটলারের অধীনে অনুশীলনের ব্যাপারে অনেকটা নমনীয় তারা। তবে কোচ বাটলারের মতামত পাওয়া যায়নি।                                                                                                                                                                                                                      

সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া তাবিথ আউয়ালের সঙ্গে সভা করবেন। এরপর ৬ এপ্রিল সকাল দশটায় ভুটান নারী ফুটবল লিগে খেলতে থিম্পুর উদ্দেশে রওনা হবেন। ফেডারেশন থেকে বৃহস্পতিবার ফুটবলারদের এটা জানানো হয়েছে।

বৃটিশ কোচ পিটার বাটলারের অনুশীলন এড়িয়ে চলছেন সাবিনারা। এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু হওয়ার আগেই সাবিনারা ভুটানে রওনা হচ্ছেন। কোচ-খেলোয়াড় দ্বন্দ্ব নিরসন এবং এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সম্ভাবনা- পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে।

বাটলার-খেলোয়াড়দের দ্বন্দ্ব নিরসনে ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল উভয় পক্ষের সঙ্গে একাধিকবার বসেছেন। এরপরও আনুষ্ঠানিক সমাধান হয়নি। বাটলার জুনিয়র দল নিয়েই আরব আমিরাত সফর করেছেন। এশিয়ান কাপ সামনে রেখে খেলোয়াড়-কোচ-ফেডারেশন সব পক্ষকেই একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে।

সাবিনাসহ চার ফুটবলার খেলবেন ভুটানের পারো এফসিতে। এছাড়া মাসুরা পারভীন, রুপনা চাকমা ও মোসাম্মৎ সাগরিকা ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলবেন। যদিও এখনো বিমান টিকিট পাননি তারা।

কিন্তু বাটলারকে এড়িয়ে চলছিলেন ১৮ ফুটবলার। সে ১৮ জনের সাত জন ভুটান খেলতে যাচ্ছেন। বাকি ১১ জন তাহলে কি করবেন? ফুটবলাররা নমনীয় হয়ে অনুশীলনে ফেরার বিষয়ে চিন্তা করলেও আগে ফেডারেশনের সঙ্গে আলোচনা করে তারা কিছু বিষয় তুলে ধরতে চান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়