
তামিম ইকবাল
বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন তামিম ইকবাল। পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক। মৃত্যুর দুয়ার থেকে ফিরে চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে অবস্থায় করছেন দেশের সর্বকালের অন্যতম সেরা এ ওপেনার। ভক্তরা জানতে চান তামিম ইকবাল এখন কেমন আছেন?
গত এক সপ্তাহ ধরে নিজের বাড়িতেই অবস্থান করছেন তামিম। তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। তবে এখনো পুরোপুরি সুস্থ নন তিনি। তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে এমনটাই জানিয়েছেন তার চাচা আকরাম খান।
তামিমকে আরো উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার পরিকল্পনা আছে তার পরিবারের। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এ সম্পর্কে নির্দিষ্ট কিছু বলতে পারেননি আকরাম।
তামিমের খোঁজ খবর রাখছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরিও। তিনি জানালেন, সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেয়ার হয়েছে তামিমকে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই বাড়িতে অবস্থান করছেন এ ক্রিকেটার।
তবে দেশের বাইরে যেতে হলে শরীর ফিট হওয়ার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। কারণ লম্বা ভ্রমণের জন্য শরীর যতটা ফিট থাকা প্রয়োজন তামিম এখনো সে পর্যায়ে আছেন কিনা তা চিন্তার বিষয়। তাই আপাতত বাইরের পরিকল্পনা হয়তো করছেন না তারা। তবে পরবর্তীতে তামিমের পরিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দেবাশীষ।
উল্লেখ্য, গত মাসের শেষ সপ্তাহে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলা অবস্থায় মাঠেই দুইবার স্ট্রোক করে সাভারের এক হাসপাতালে ভর্তি হন তামিম ইকবাল৷ পরে তার হার্টে একটি রিং পরানো হয়। এরপর কিছুদিন ঢাকার এভারকেয়ার হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন তামিম।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।