
সংগৃহীত ছবি
লা লিগায় শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে তলানির দল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে বসেছে তারা। ম্যাচে পেনাল্টি মিস করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। আর যোগ করা সময়ে হজম করা গোলে মুখ ঢাকতে হয়েছে লস ব্ল্যাঙ্কোসদের।
এরই মাঝেই ৪ পয়েন্টের ব্যবধান তৈরি হয়েছে বার্সা ও রিয়ালের মাঝে। ব্যবধানটা ৬ পয়েন্টে উন্নীত করার সুযোগ তৈরি করে দিয়েছিল রিয়ালই। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি বার্সা।
শনিবার (৫ মার্চ) রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ মুহূর্তের গোলে তলানির দল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে বসেছে রিয়াল। মৌসুমের শেষ মুহূর্তের এ হারে কপালে হাত লস ব্ল্যাঙ্কসদের। আর মাত্র ৮ লেগ বাকি। এর মাঝে এ ব্যবধান ঘোচানো বেশ চ্যালেঞ্জিং।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির একাদশ নিয়েই মাঠে নামে রিয়াল। পুরো ম্যাচ শুরু থেকেই প্রভাব বিস্তার করে তারা। কিন্তু গোল পাইনি, উল্টো গোল হজম করে দুবার।
আরও পড়ুন>>>জাতীয় স্টেডিয়ামেই হামজার ‘অভিষেক’
ম্যাচের ১৩তম মিনিটটা অশুভ হয়েই এসেছিল স্বাগতিকদের জন্য। পেনাল্টি মিস করেন ভিনিসিয়ুস জুনিয়র। এর ২ মিনিট পরই পিছিয়ে যায় মাদ্রিদের সাদার। ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেয়া গোলটি করেন মুকতার দিয়াকাবি। বিরতির পর খেলা শুরু হলে পঞ্চম মিনিটেই ভিনিসিয়ুসের গোলে সমতায় ফেরে রিয়াল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হুগো দুরোর গোলে রিয়ালকে হারিয়ে দেয় ভ্যালেন্সিয়া।
এ জয়ে ৩০ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে রিয়ালের অর্জন ৬৩ পয়েন্ট। ৩০ ম্যাচে বার্সার পয়েন্ট ৬৭।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।