
নিষেধাজ্ঞা মুক্ত হয়ে মাঠে ফিরলেন নাসির হোসেন
একটি আইফোনকে কেন্দ্র করে দুর্নীতি বিরোধী আচরণবিধি ভঙ্গ হওয়ায় আইসিসির দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নাসির হোসেন। শাস্তির শর্তগুলো সফলভাবে পূর্ণ করায় এ অলরাউন্ডারকে পুনরায় ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। নিষেধাজ্ঞা মুক্ত হয়েই মাঠে নামলেন তিনি।
সোমবার (০৭ এপিল) ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপের বিপক্ষে খেলতে নেমেছেন নাসির। ম্যাচে এখন পর্যন্ত ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। তার দল ১২৫ রানে গাজীর ৮ উইকেট তুলে নিয়েছে।
২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন নাসির হোসেন। সেখানে একটি আইফোন উপহার নিলেও আমিরাতের দুর্নীতি দমন কর্মকর্তাকে সে তথ্য গোপন করেন বাংলাদেশি অলরাউন্ডার। সে ঘটনার জেরে ২০২৩ সালে সেপ্টেম্বরে ঘরোয়া ক্রিকেট থেকে নাসিরকে নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
পরবর্তীতে এ ঘটনায় আইসিসি তদন্ত শুরু করলে অপরাধ স্বীকার করে নেন নাসির। এতে বাংলাদেশি অলরাউন্ডারকে ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণ করায় নাসিরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এক বিবৃতিতে নাসিরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বিবৃতিতে বলা হয়েছে, শর্তগুলো সফলভাবে পূর্ণ করায় ব্যাটসম্যান নাসির হোসেনকে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে আইসিসি। আইসিসির দুর্নীতি বিরোধী কোড লঙ্ঘনের দায়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ ৩৩ বছর বয়সী ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাধ্যতামূলক দুর্নীতি দমন শিক্ষার সেশনসহ নিষেধাজ্ঞার সবগুলো শর্ত পূরণ করেছেন নাসির। ফলে ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে পুনরায় সে ক্রিকেটে ফিরতে পারবে।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, নাসির শাস্তির সব ধরনের শর্ত পূরণ করেছেন, সম্পূর্ণ করেছেন আইসিসির দুর্নীতি বিরোধী বাধ্যতামূলক শিক্ষণীয় সেশনও। ফলে আইসিসি তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে।
জাতীয় দলের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-২০ খেলেছেন নাসির হোসেন। লাল-সবুজের জার্সি গায়ে সর্বশেষ ২০১৮ সালের জানুয়ারিতে মাঠে নেমেছিলেন তিনি। এরপর ঘরোয়া লিগে পারফর্ম করলেও জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। জাতীয় দলের বাইরে থাকলেও বিতর্কের সঙ্গে জড়িয়ে বিভিন্ন সময় হয়েছেন খবরের শিরোনাম। বিতর্ক পাত্তা না দিয়ে মাঠের ক্রিকেটে বেশ ভালোই করছিলেন। ২০২৩ সালের বিপিএলে ঢাকা ডমিনেটরসের হয়ে ১২ ম্যাচ খেলে ৪৫.৭৫ গড়ে ৩৬৬ রান করেছিলেন। পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১৬ উইকেট।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।