Apan Desh | আপন দেশ

হোঁচট খেল হামজার শেফিল্ড ইউনাইটেড

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ৯ এপ্রিল ২০২৫

হোঁচট খেল হামজার শেফিল্ড ইউনাইটেড

হামজা দেওয়ান চৌধুরী

বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হওয়ার পরের দিনই ইংল্যান্ডে ফিরে গেছেন হামজা দেওয়ান চৌধুরী। সেখানে তার দল শেফিল্ড ইউনাইটেডের গুরুত্বপুর্ণ ম্যাচ ছিল। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ফেরার লড়াই করছে দলটি। কিন্তু সে ম্যাচে হোঁচট খেয়েছে হামজার দল শেফিল্ড।

স্থানীয় সময় মঙ্গলবার (০৮ এপ্রিল) মিলওয়ালের কাছে ১-০ গোলে হেরেছে তারা। এ হারে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে দুই থেকে তারা তিন নম্বরে নেমেছে শেফিল্ড ইউনাইটেড। 

এদিকে মিডলসবোরোর বিপক্ষে ১-০ গোলে জিতে গোল ব্যবধাানে তিন নম্বর থেকে শীর্ষে উঠেছে লিডস। ডার্বির সঙ্গে গোলশূন্য ড্রয়ে প্রথম থেকে দুইয়ে নেমে গেছে বার্নলি। 

ম্যাচ বাকি আছে আর পাঁচটি। তাতে করে মৌসুমের শেষ দিকটা ভীষণ জমে ওঠার অপেক্ষায়। কারণ এখান থেকে মাত্র দুটি দলই প্রিমিয়ার লিগে সরাসরি উন্নীত হবে। অপর স্থানটি নির্ধারিত হবে তৃতীয় ও ষষ্ঠস্থানে থাকা দলগুলোর প্লে-অফ থেকে। 

মিলওয়ালের জশ কোবার্নের প্রথমার্ধের গোলই প্রমোশন প্রত্যাশী দলটির জয়ের জন্য ছিল যথেষ্ট। তাদের বিপক্ষে শেফিল্ডের হামজা তেমন প্রভাব ফেলতে পারেননি। ডিফেন্সিভ মিডফিল্ডারকে ৬৫ মিনিটে মাঠ থেকে তুলে নেয়া হয়। ফটমব তার পারফরম্যান্সকে রেটিং দিয়েছেন ৬.৫। 

হারটা শেফিল্ডের জন্য ছিল দুর্ভাগ্যজনক। দুই-তৃতীয়াংশ বল দখলে রাখলেও জাল কাঁপাতে পারেনি তারা। এমনকি মিলওয়ালের ৭ শটের বিপরীতে ২৫টি শট নিয়েছে শেফিল্ড। পরাজয়ের পর শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার বলেছেন, আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছি। নিজেদের মতো করে বলতে গেলে গোল আটকাতে অনেক কিছুই ভালোভাবে করতে পারতাম।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়