
সংগৃহীত ছবি
দলগত সর্বোচ্চ ২৭১ রানের রেকর্ড গড়ার পর থাইল্যান্ডকে মাত্র ৯৩ রানে অলআউট করে দিয়ে ১৭৮ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
নারী দলের ওয়ানডে ক্রিকেটে এটি তাদের সর্বোচ্চ ব্যবধানে জয়ের ইতিহাস। এর আগে, আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫৪ রানের ব্যবধানে পাওয়া জয়টি ছিল এতদিন পর্যন্ত সর্বোচ্চ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) লাহোরের সিটি ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৭৮ বলে দ্রুততম শতকে ২৭১ রানের রেকর্ড রান সংগ্রহ করে বাংলাদেশ।
আউট হওয়ার আগে নিগার করেন ৮০ বলে ১০১ রান। এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম শতক। আরেক ব্যাটার শারমিন আক্তার অপরাজিত ছিলেন ৯৪ রান করে। ফারজানা হক করেন ৫৩ রান।
আরও পড়ুন>>>সন্দেহজনক স্ট্যাম্পিং আউট, তদন্তে বিসিবি
জবাবে ব্যাট করতে নেমে ৩৮ রানের উদ্বোধনী জুটির পরও ব্যাটিং ধসে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় থাইল্যান্ড। তাদের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন চানিডা সুত্তিরুয়াং।
প্রথম উইকেটে ৩৮ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ জুটি আসে চতুর্থ উইকেট জুটিতে ১৮ রানের। মাত্র ৩ ব্যাটার পৌঁছাতে পেরেছেন দুই অঙ্কের ঘরে।
২৮.৫ ওভারে ৯৩ রানে থাইল্যান্ডকে অলআউট করার পেছনে ভূমিকা রাখেন ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস। দুই বোলারই শিকার করেছেন ৫টি করে উইকেট। মেয়েদের ওয়ানডেতে এক ইনিংসে দুই বোলারের ৫টি করে উইকেট নেওয়ার ঘটনা এটিই প্রথম। যদিও এক ইনিংসে দুই বোলার মিলে প্রতিপক্ষের ১০ উইকেট নেওয়ার এটি চতুর্থ ঘটনা।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।