
ছবি বাফুফে
রাজধানীর আটটি ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১২, ১৪ বালক এবং অনূর্ধ্ব-১২ বালিকা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (১১ এপ্রিল) ঢাকার পুর্বাচলের ফর্টিস জলসিড়ি গ্রাউন্ডে শুরু হবে এ প্রতিযোগিতা। টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে ঢাকা’স রাইজিং স্টার্স ২০২৫।
অনূর্ধ্ব-১২ বিভাগে সাত স্কুলের আটটি দল ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা, স্কলাশটিকা মিরপুর, স্কলাশটিকা উত্তরা, আগা খান অ্যাকাডেমি, স্যার জন উইলসন স্কুল, অরোরা ইন্টারন্যাশনাল স্কুল ও স্প্রিংডেল ইন্টারন্যাশনাল স্কুল অংশ নেবে।
অনূর্ধ্ব-১৪ বিভাগে ছয় স্কুল আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল, স্যার জন উইলসন স্কুল, আগা খান অ্যাকাডেমি, স্কলাশটিকা মিরপুর, ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা ও স্কলাশটিকা উত্তরা খেলবে।
দুই বিভাগেই দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হবে এবং প্রত্যেক গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। প্রত্যেক শুক্রবার ও শনিবার হবে ম্যাচগুলো। দুটি ফাইনালই হবে ৯ মে।
সারাদেশে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য বাফুফের স্কুল কমিটি থাকলেও রাজধানীর জন্য আন্তঃশহরের আলাদা কমিটি রয়েছে। এ কমিটি প্রথম প্রতিযোগিতা আয়োজন করছে শুধু ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে। রাজধানীতে অবস্থিত বাংলা মিডিয়াম ও সরকারি স্কুলগুলো এ প্রতিযোগিতায় নেই। এ সম্পর্কে বাফুফের আন্তঃশহর স্কুল কমিটির প্রধান সারতাজ ভূঁইয়া বলেন, আমরা এবার মাত্র কাজ শুরু করেছি। আগামীতে এর পরিধি বাড়বে। আন্তর্জাতিক স্কুল টুর্নামেন্টেও আমরা প্রতিনিধিত্ব করতে চাই।
বাফুফের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাধারণ নির্বাহী কমিটি থেকে অথবা ফেডারেশনের কাউন্সিলরদের মধ্য থেকেই মনোনয়ন করা হয়। ইন্টার সিটি স্কুল কমিটির চেয়ারম্যান ব্যতিক্রমভাবে এ দুই ধারার বাইরে থেকে মনোনীত হয়েছে। এ নিয়ে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, এটা আমাদের একটি ব্যতিক্রম বা নতুন অ্যাপ্রোচ। যারা ফুটবল নিয়ে কাজ করতে আগ্রহী বা উদ্যমী তাদের মধ্যে থেকে দায়িত্ব দেয়া হয়েছে।
এ টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের তথ্যাদি ফিফা-এএফসি’র প্ল্যাটফর্মে থাকবে। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া চান স্কুল থেকেই ফুটবলারদের পথচলা শুরু হোক। তিনি বলেন, ফুটবল একজন মানুষের ক্যারিয়ার হতে পারে। স্কুল ফুটবলের মাধ্যমে সেই যাত্রার শুরু সম্ভব।
আট স্কুলের প্রতিযোগিতায় পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে প্রাইম ব্যাংকসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। স্পন্সরের অর্থ বাফুফের কোষাগারে জমা হবে, এরপর ইন্টার স্কুল কমিটি তা টুর্নামেন্ট পরিচালনায় ব্যয় করবে বলে জানা গেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।