
আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড়
আর মাত্র এক দিন বাদেই থাইল্যান্ডে শুরু হচ্ছে দাবার ব্যাংকক ওপেন টুর্নামেন্ট। বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড়ের খেলতে যাওয়ার কথা সে টুর্নামেন্টে। কিন্তু এখনও থাই ভিসা পায়নি দেশের অন্যতম প্রতিভাবান দুই দাবাড়ু।
বিমানের টিকিট কেটে রাখা হলেও গতকাল বৃহস্পতিবার শেষ কর্মদিবসেও ভিসা না পাওয়ায় শেষ পর্যন্ত সেই টিকিট বাতিল করতে হয়েছে তাদের। শনিবারের মধ্যেও ভিসা পাওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখছেন না দুই দাবাড়ু। ফলে ফাহাদ-নীড় ব্যাংকক টুর্নামেন্টে খেলার আশা একপ্রকার ছেড়েই দিয়েছেন।
থাইল্যান্ড এখন অনলাইনে আবেদনের মাধ্যমে বাংলাদেশিদের ই-ভিসা প্রদান করছে। সাম্প্রতিক সময়ে এ ভিসা পেতে সময় লাগছে এক থেকে দেড় মাস পর্যন্ত। বাংলাদেশের দুই দাবাড়ু টুর্নামেন্ট আয়োজকদের কাগজপত্রের মাধ্যমে গত ২৫/২৬ মার্চ থাইল্যান্ডের ভিসার আবেদন করেছিলেন। কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ভিসা পোর্টালে ‘পেন্ডিং অ্যাপ্রুভাল’দেখাচ্ছে বলে জানিয়েছেন দুই দাবাড়ুর পরিবার।
ব্যাংকক টুর্নামেন্ট খেলে মনন রেজা নীড় আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়েছিলেন। সে টুর্নামেন্টে তিনি অত্যন্ত ভালো খেলেছিলেন, তার জিএম নর্ম পাওয়ারও সম্ভাবনা ছিল। এবার নীড় জিএম নর্মের লক্ষ্যেই যেতে চেয়েছিলেন। একটি জিএম নর্ম পাওয়া ফাহাদেরও ছিল একই লক্ষ্য। ব্যাংকক টুর্নামেন্ট খেলতে যাওয়ার কথা ছিল দুই নারী দাবাড়ু ওয়াদিফা-ওয়ালিজারও। থাই ভিসা জটিলতা বিধায় তারা আবেদনই করেননি। এখন তারা চেষ্টা করছেন দুবাইয়ে কয়েকটি টুর্নামেন্ট খেলার জন্য। এখানে তাদের প্রতিবন্ধকতা পৃষ্ঠপোষক সংকট।
ব্যক্তি নির্ভর ডিসিপ্লিনগুলোতে বাংলাদেশের ক্রীড়াবিদরা ভিসা জটিলতার মুখোমুখি হন প্রায়ই। গলফার সিদ্দিকসহ আরও অনেক ক্রীড়াবিদ নানা সময় ভিসার জন্য টুর্নামেন্ট মিস করেন। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি পারফরম্যান্সেও প্রভাব পড়ে তাদের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।