Apan Desh | আপন দেশ

বাংলাদেশের হয়ে খেলতে চান কানাডার সামিত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৩, ১২ এপ্রিল ২০২৫

বাংলাদেশের হয়ে খেলতে চান কানাডার সামিত

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার ফুটবলারর

গত মাসেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। গত ২৫ এপ্রিল শিলংয়ে ভারতের বিপক্ষে দুর্দান্ত নৈপুন্য প্রদর্শন করেন ইংলিশ প্রিমিয়ার লিগের এ তারকা। তার পথ অনুসরণ করে এবার লাল সবুজ জার্সিতে খেলতে চান আরেক প্রবাসী ফুটবলার সামিত সোম। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার জাতীয় দলের এ ফুটবলার ইতিমধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে যোগাযোগ করেছেন। 

লাল-সবুজের জার্সিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ চেয়ে শুক্রবার (১১ এপ্রিল) বাফুফেকে জানিয়ে দিয়েছেন এ মিডফিল্ডার। বাফুফে সম্মতি দেয়ায় সামিতের পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বাফুফে। এ বিষয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম সংবাদ মাধ্যমকে বলেছেন, সামিত আমাদের জানিয়েছে সে বাংলাদেশের হয়ে খেলতে চায়। এখন পাসপোর্ট করতে কোন প্রক্রিয়ায় এগোতে হবে, কতদিন লাগবে এসব জানতে চেয়েছে সে।’

এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন। ম্যাচটি ঢাকায় হবে। প্রতিপক্ষ সিঙ্গাপুর। সে ম্যাচের আগেই সামিতের সব আনুষ্ঠানিকতা শেষ করতে চায় বাফুফে।

কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসির মিডফিল্ডার সামিত। ২০১৬ সালে কানাডার অনূর্ধ্ব-২০ দলের হয়ে ৭টি ও ২০১৮ সালে অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন ৪টি ম্যাচ। ২০২০ সালে কানাডার জাতীয় দলের জার্সিতে খেলেন দুটি ম্যাচ।

২৭ বছর বয়সী সামিতের জন্ম কানাডায়। মা-বাবা দুজনই বাংলাদেশি। ফলে তার বাংলাদেশি পাসপোর্ট পেতে খুব বেশি সমস্যা হবে না মনে করছে বাফুফে। তবে সামিত এর আগে কানাডার জাতীয় দলের হয়ে খেলায় ফিফার অনুমতি লাগবে।

এ প্রসঙ্গে ফাহাদ করিম বলেন, সামিত বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোর বিষয়ে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। সামিতের মতো ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে যোগ দিলে নিঃসন্দেহে দলের শক্তিমত্তা আরও বেড়ে যাবে।

বাংলাদেশ এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র করেছিল ভারতের সঙ্গে। গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে অনুষ্ঠিত হয় ম্যাচটি।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়