
ছবি : সংগৃহীত
বয়স চল্লিশের কোটা পেরিয়ে গেছে। তার পয়ের যাদু আস্তে আস্তে কমে আসছে। বলতে দ্বিধা নেই ক্যারিয়ারের প্রায় প্রান্তে চলে এসেছেন। তবু হাজার গোলের মাইলফলক স্পর্শের জন্য ছুটে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ ফরোয়ার্ড অবসরের পরের কি করবেন তা নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন। বেশ কিছু ব্যবসা রয়েছে তার। এবার নতুন ভূমিকায় হাজির হচ্ছেন। নাম লিখতে যাচ্ছেন হলিউডের অ্যাকশন সিনেমায়। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা টাইমসের।
প্রখ্যাত ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথু ভনের সঙ্গে মিলে একটি স্বতন্ত্র ফিল্ম স্টুডিও চালু করেছেন রোনালদো। ফুটবল মাঠ দাপিয়ে বেড়ানোর পর এবার চলচ্চিত্র জগতেও পা রাখলেন পর্তুগাল অধিনায়ক।
ইনস্টাগ্রামে এক পোস্টে রোনালদো বলেছেন, এবং অ্যাকশন! আমি রোমাঞ্চ নিয়ে ঘোষণা করছি, ম্যাথু ভনের সঙ্গে আমার নতুন ফিল্ম স্টুডিও ইউআর মার্ভ। আমাদের প্রথম সিনেমা সম্পর্কে জানাতে আর অপেক্ষা করতে পারছি না। শিগগিরই আসছে!
স্টুডিও এক বিবৃতি দিয়ে রোনালদোর এক্স অ্যাকাউন্টে লিখেছে, ক্রিস্টিয়ানো রোনালদো সিনেমা পছন্দ করেন, ম্যাথু ভন ভালোবাসেন খেলা এবং তারা দুজনেই ভালো গল্প ভালোবাসেন।
৫৪ বছর বয়সী ভন লক, স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস এবং স্ন্যাচ প্রযোজনা করে খ্যাতি পেয়েছেন। এছাড়া কিংসম্যান-এর প্রযোজনা ও চিত্রনাট্যও লিখেছেন।
ভন বলেছেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে এমন কিছু গল্প তৈরি করেছে যা আমি কখনও লিখিনি। তার সঙ্গে আমি অনুপ্রেরণামূলক সিনেমা তৈরি করতে চাই। সে বাস্তবের সুপারহিরো।’
পর্তুগালকে ২০১৬ সালের ইউরো জেতানো রোনালদো নতুন প্রজেক্ট নিয়ে রোমাঞ্চিত, এটা আমার জন্য রোমাঞ্চকর অধ্যায়। আমি ব্যবসায় নতুন ভেঞ্চারে যুক্ত হচ্ছি।
ইউআর মার্ভ-এর মাধ্যমে রোনালদো ও ভন এই মধ্যে দুটি অ্যাকশন সিনেমায় প্রযোজনা ও বিনিয়োগ করেছেন। একই সিরিজের তৃতীয় সিনেমা শুরু হতে যাচ্ছে। স্টুডিওর বিবৃতিতে বলা হয়েছে, তারা খুব শিগগিরই প্রথম সিনেমা মুক্তির ঘোষণা দেবেন।
গত ৫ ফেব্রুয়ারি ৪০তম জন্মদিন উদযাপন করা রোনালদো ২০২৩ সালে অডিও ভিজ্যুয়াল সেক্টরে বিনিয়োগ করেন। পর্তুগিজ মিডিয়া মিডিয়ালিভ্রের শেয়ারহোল্ডার তিনি। এছাড়া সোশ্যাল মিডিয়াতে তিনি প্রতাপশালী একজন। সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটি ফলোয়ার তার। সম্প্রতি ইউটিউব চ্যানেল খুলে দ্রুততম ১০ লাখ সাবস্ক্রাইবার অর্জনের খ্যাতি পান তিনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।