
বাংলাদেশি ক্রিকেটার লিটন কুমার দাস
প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েছিলেন লিটন কুমার দাস। প্লেয়ার ড্রাফটের সিলভার ক্যাটাগরি থেকে বাংলাদেশের এ উইকেটকিপার ব্যাটারকে দলে নিয়েছিল করাচি কিংস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও পুরো টুর্নামেন্টে অংশ নেয়ার ছাড়পত্র পেয়েছিলেন এ ডানহাতি ব্যাটার। যে কারণে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন না তিনি। কিন্তু পাকিস্তানে এ ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হলো না লিটনের।
মাঠে নামার আগেই বাংলাদেশি এ তারকার পিএসএল অভিযান শেষ হয়ে গেল। শুক্রবার (১১ এপ্রিল) থেকে শুরু হওয়া পিএসেএলে না খেলেই লিটন ফিরে আসছেন দেশে।
বিসিবির সূত্র থেকে জানা গেছে, আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ায় লিটনকে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। অনুশীলনের সময় আঙুলে চোট পান তিনি। পরে স্ক্যান করে জানা যায়, আঙুলে চিড় ধরেছে। ফলে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে নিজের চোটের খবর নিশ্চিত করেন লিটন দাস। তিনি লেখেন, করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই খুব আগ্রহী ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছি। স্ক্যানের রিপোর্টে দেখা গেছে, আঙুলে চিড় ধরেছে এবং পুরোপুরি সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।
লিটন আরও লিখেছেন, দুঃখজনকভাবে, আমার পিএসএল অভিযান শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি। দ্রুত সুস্থতার জন্য আপনাদের দোয়া ও ভালোবাসা চাইছি। করাচি কিংসকে সামনে যাত্রার জন্য শুভকামনা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।