Apan Desh | আপন দেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৩:০০, ১৩ এপ্রিল ২০২৫

আপডেট: ২৩:০২, ১৩ এপ্রিল ২০২৫

আয়ারল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসরে প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ১৭৬ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল টাইগ্রেসরা। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

রেকর্ড গড়া সেই ম্যাচের পরের ম্যাচেই শঙ্কা জেগেছিল হারের।  আয়ারল্যান্ডের দেয়ার ২৩৬ রানের বিশাল লক্ষ্যে দলীয় স্কোর একশ হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তবে রিতু মনির দুর্দান্ত ব্যাটিংয়ে অবিশ্বাস্যরকম ঘুরে দাঁড়ায় লাল-সবুজ জার্সিধারীরা। শেষ পর্যন্ত  তুলে রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়েন টাইগ্রেসরা।

এদিন আইরিশদের দেয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর ৫ ব্যাটারের মধ্যে শারমিন আক্তার ও নিগার সুলতানা জ্যোতি ছাড়া কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। শারমিন ২৪ রানে আউট হলেও ৫১ রান করে থামেন জ্যোতি। দলীয় একশ রানের আগে ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কায় ভুগতে থাকে বাংলাদেশ।

আরওপড়ুন<<>>ডিপিএলে নিষিদ্ধ তাওহিদ হৃদয়

তবে ছয়, সাত ও আট নম্বরে নামা রিতু মনি, ফাহিমা খাতুন ও জান্নাতুল ফিরদুসের দৃঢ়তায় দুশ পার করে টাইগ্রেসরা। ফাহিমা ২৮ ও ফিরদুস ১৯ রান করে আউট হলেও রিতু উইকেটে টিকে রানের চাকা সচল রাখেন। ১৮৬ রানে ৮ উইকেট হারানোর পর নাহিদা আক্তারকে নিয়ে গড়েন ৩৩ বলে অপরাজিত ৫৬ রানের দুর্দান্ত জুটি।

এ জুটিই দলকে জয়ের বন্দরে ভেড়ায়। ৬১ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন রিতু। আর দশ নম্বরে নাাম নাহিদা ১৭ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৮ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রানে থেমেছে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে এটিই আইরিশ নারীদের সর্বোচ্চ রান তোলার রেকর্ড।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল লেগ স্পিনার রাবেয়া খান। ১০ ওভারে ৩৯ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন তিনি। ২টি উইকেট পেলেও ৮ ওভারে ফাহিমা খাতুনকে হজম করতে হয়েছে ৫০ রান। বাকি একটি উইকেট জান্নাতুল ফিরদুসের। এর বাইরে দুইজনকে রানআউট করে বাংলাদেশ।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়