Apan Desh | আপন দেশ

সম্ভাবনা জাগিয়েও গোল পাননি মেসি, জিততে পারল না মায়ামি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৯, ১৪ এপ্রিল ২০২৫

সম্ভাবনা জাগিয়েও গোল পাননি মেসি, জিততে পারল না মায়ামি

ছবি সংগৃহীত

সম্ভাবনা জাগিয়েও গোল পাননি মেসি। দুর্ভাগ্যের এক রাত পার করলেন তিনি। দুইবার তার নেয়া ফ্রি-কিক ফিরে আসে গোলবারে লেগে। এছাড়া অফ সাইডের কারণে বাতিল হয়েছে লুইস সুয়ারেসের গোল। তাতে কপাল খুলল না ইন্টার মায়ামিরও। শিকাগোর বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দলটি।

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে এ নিয়ে টানা দুই ম্যাচ ড্র করল মায়ামি। তাতে পয়েন্ট টেবিলের চার নম্বরে চলে গেল মেসি-সুয়ারেসদের দল। এখন পর্যন্ত সাত ম্যাচে চার জয়, তিন ড্রয়ে ১৫ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে আটে শিকাগো। একটি ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা কলম্বাসের পয়েন্ট ৮ ম্যাচে ১৮।

মেসি-সুয়ারেসরা দাপট দেখালেও মায়ামি-শিকাগো ম্যাচে নায়ক মূলত দুই দলের গোলকিপার। সব মিলিয়ে সাতটি শট ঠেকান মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারি। শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্র্যাডি থামান তিনটি শট।

দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির ফ্রি-কিকে আঙুল ছুঁইয়ে গোল বাঁচান ব্র্যাডি। হতাশ হতে হয় মেসিকে। আর ৮৪তম মিনিটে কর্নার স্পটের কাছ থেকে নেয়া মেসির ফ্রি-কিক আবারও ফিরে আসে। এবার বাঁধা হয়ে দাঁড়ায় গোলবার। শেষ পর্যন্ত কোনো দলই আর গোল করতে পারেনি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়