Apan Desh | আপন দেশ

কাউন্টি ক্রিকেটে ১৩৫ বছরে সবচেয়ে বড় জয় 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৪, ১৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:১৬, ১৪ এপ্রিল ২০২৫

কাউন্টি ক্রিকেটে ১৩৫ বছরে সবচেয়ে বড় জয় 

রেকর্ড গড়া ইয়র্কশায়ারের অধিনায়ক জনি:বেয়ারস্টো। এএফপি ফাইল ছবি

টেস্ট ক্রিকেটের জন্ম ১৮৭৭ সালে। এর ১৩ বছর পর ১৮৯০ সালে ইংল্যান্ডের শীর্ষ ঘরোয়া লিগ কাউন্টি চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক যাত্রা শুরু। সে থেকে দুই বিশ্বযুদ্ধ ছাড়া আর কিছু বাধা হতে পারেনি প্রথম শ্রেণির এ ক্রিকেট টুর্নামেন্টের। ১৩৫ বছরের পুরো সেই কাউন্টি চ্যাম্পিয়নশিপে রানের হিসাবে সবচেয়ে বড় জয়টা দেখল এ ২০২৫ সালে এসে। 

রোববার (১৪ এপ্রিল) কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে উস্টারশায়ারকে ৫০৪ রানে হারিয়ে নতুন রেকর্ড গড়েছে ইয়র্কশায়ার।

হেডিংলিতে প্রথম ইনিংসে ৪৫৬ রান করা ইয়র্কশায়ার দ্বিতীয় ইনিংস ছেড়ে দেয় ৩১৫ রান তুলে। তাতে প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে যাওয়া উস্টারশায়ার ৬১০ রানের লক্ষ্য পায়। রান তাড়ায় উস্টার অলআউট ১০৫ রানে। ৭২ থেকে ১০৫, ৩৩ রান তুলতেই শেষ ৮ উইকেট হারিয়েছে উস্টার।

কাউন্টিতে রানের হিসাবে এ প্রথম ৫০০ রানের ব্যবধানে জিতল কোনো দল। আগের রেকর্ডটি ছিল ৪৮৩ রানে। ২০০২ সালে লিস্টারশায়ারকে এ ব্যবধানে হারিয়েছিল সারে। সারে ভেঙেছিল ৮৯ বছরের পুরোনো রেকর্ড। ১৯১৩ সালে সাসেক্স গ্লস্টারশায়ারকে ৪৭০ রানে হারিয়ে রেকর্ডটি করেছিল।

সে সময় এটি ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে রানের হিসাবে দ্বিতীয় বড় জয়। দুই বছর আগে মেলবোর্নে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৫৩০ রানে হারিয়ে সে সময়ের বিশ্ব রেকর্ডটি করেছিল অস্ট্রেলিয়া। ১৯২৮-২৯ মৌসুমে ব্রিসবেনে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারানোর আগে সেটিই টেস্টের রেকর্ড হিসেবে টিকে ছিল। ঘটনাক্রমে ব্রিসবেন টেস্টটি ছিল স্যার ডন ব্র্যাডম্যানের ক্যারিয়ারের প্রথম টেস্ট।

ইংল্যান্ডের ৬৭৫ রানের জয়টি প্রথম শ্রেণির ক্রিকেটেই বিশ্ব রেকর্ড ছিল। তবে সেটি টিকে ছিল মাত্র এক মৌসুমই। ১৯২৯-৩০ মৌসুমে অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডকে ৬৮৫ রানে হারিয়ে রেকর্ড গড়ে নিউ সাউথ ওয়েলস।

৯২ বছর টিকে ছিল এ রেকর্ড। তিন বছর আগে ২০২২ সালে রঞ্জি ট্রফিতে উত্তরাখন্ডকে ৭২৫ রানে হারিয়ে নতুন রেকর্ড গড়ে মুম্বাই। আলুরে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬৪৭ রান করা মুম্বাই উত্তরাখন্ডের প্রথম ইনিংস গুটিয়ে দেয় ১১৪ রানে। এরপর নিজেরা আবার ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২৬১ রান তুলে ইনিংস ঘোষণা করে মুম্বাই। ৭৯৫ রানের লক্ষ্যে ব্যাট করা উত্তরাখন্ড দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে অলআউট হয়ে যায়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়