
ঢাকা জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে সিঙ্গাপুর ফুটবল দলের ম্যানেজার এরিক অং
দীর্ঘ দিন ধরে সংস্কার চলছে দেশের ঐতিহ্যবাহি ঢাকা জাতীয় স্টেডিয়াম। অবশেষে আগামী মে-তে ভেন্যুটি বুঝে নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হামজা-জামালদের ম্যাচ আযোজনেরও চেষ্টা চলছে। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের সে ম্যাচটি হবে সিঙ্গাপুরের বিপাক্ষে। তার দেড় মাস আগে ভেন্যুসহ অন্যান্য সুযোগ সুবিধা ক্ষতিয়ে দেখতে এসেছেন সিঙ্গাপুর ফুটবল দলের ম্যানেজার এরিক অং।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার স্টেডিয়াম পরিদর্শন করে ইতিবাচক বার্তা দিয়েছেন সিঙ্গাপুর ফুটবল দলের ম্যানেজার। তিনি বলেন, ‘আশা করছি, খুব সুন্দর একটা স্টেডিয়াম হতে যাচ্ছে। এখানে প্রথম ম্যাচটা আমরাই খেলবো।’
অবশ্য এ স্টেডিয়ামে সিঙ্গাপুর আগেও খেলেছে। তবে সংস্কারের পর এখানে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ হবে ১০ জুন। এ উপলক্ষ্যে ঢাকা স্টেডিয়াম পরিদর্শন করেছেন এরিক অং। স্টেডিয়ামটির সংস্কার চলছে দীর্ঘ সময় ধরে। গ্যালারিতে নতুন চেয়ার বসানো হয়েছে। বসেছে নতুন ফ্লাড লাইট। সংস্কার হয়েছে ড্রেসিং রুমগুলোরও।
ড্রেসিং রুমে ঢুকে সিঙ্গাপুর ম্যানেজার সব ব্যবস্থাগুলো দেখেছেন। মাসাজ টেবিল ও বৈদ্যুতিক লাইন দেয়া হবে কিনা জানতে চেয়েছেন। তবে বেশি গুরুত্ব দিচ্ছেন খেলার মাঠের ওপর।
এ সময় সিঙ্গাপুরের স্টেডিয়ামের সঙ্গে বাংলাদেশের স্টেডিয়ামের তুলনা প্রসঙ্গে এরিক অং বলেছেন, এভাবে তুলনা করা ঠিক হবে না। এখানকার সুযোগ-সুবিধাগুলো অন্যরকম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলার মাঠ, যেখানে দুই দলই ভাল ম্যাচ খেলার চেষ্টা করবে। মাঠ নিয়ে মন্তব্য করাটাও ঠিক হবে না। কারণ স্টেডিয়ামের কাজ এখনো শেষ হয়নি। কাজ যখন শেষ হবে, তখন একটা ভালো মাঠ হবে বলে আশা করি।
স্টেডিয়াম পরিদর্শনকালে সিঙ্গাপুর ম্যানেজারের সঙ্গে ছিলেন বাফুফে সদস্য ছাইদ হাছান কানন। বাংলাদেশ ফুটবলের এ সাবেক তারকা বলেছেন, এখনো কোনো কিছু কমপ্লিট হয়নি। মে মাসের প্রথম সপ্তাহে আমরা স্টেডিয়াম বুঝে পাবো। তখন সব কাজই শেষ হয়ে যাবে। ১০ তারিখের আগে মাঠ প্রস্তুত হয়ে যাবে। সবকিছু দেখে তাকে (এরিক) খুশিই মনে হয়েছে।
এর আগে মাঠে ঘাস নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিল বাফুফে। বর্তমানে ঘাসের কি অবস্থ জানতে চাইলে কানন বলেন, এখানে বারমুডা ঘাস বসানো হয়েছে। এখন পরিস্থিতি উন্নতি হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।