Apan Desh | আপন দেশ

পাকিস্তানের কাছে হেরে অনিশ্চিতায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৫০, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:৫২, ১৯ এপ্রিল ২০২৫

পাকিস্তানের কাছে হেরে অনিশ্চিতায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন

নারী বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ-পাকিস্তান নারী দলের খেলার মুর্হর্ত

সুযোগ ছিল নিজেদের ভাগ্যটা নিজেরাই লেখার। ওয়েস্ট ইন্ডিজ অথবা পাকিস্তান যে কোনো একটি দলের সঙ্গে জিতলেই বিশ্বকাপে জায়গা করে নিতে পারত টাইগ্রেসরা। কিন্তু টানা দুই ম্যাচ হেরে এখন পুরোপুরি অনিশ্চয়তায় তাদের বিশ্বকাপ স্বপ্ন।

ক্যারিবিয়ান মেয়েদের কাছে ৩ উইকেটে হারের পর শনিবার (১৯ এপ্রিল) পাকিস্তানের মেয়েদের কাছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। আর তাতেই বিশ্বকাপ স্বপ্ন দু:স্বপ্নে পরিণত হয়েছে তাদের। এখন বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে থাইল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে।

আজ লাহোরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৭৮ রান করে বাংলাদেশ। জবাবে মুনিবা আলী ও আলিয়া রিয়াজের হাফ সেঞ্চুরিতে ৬২ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

এদিন বাংলাদেশের হয়ে রিতু মনি ও ফাহিমা খাতুন বাদে কেউই বড় রান করতে পারেননি। দুজনেই খেলেছেন চল্লিশোর্ধ্ব  ইনিংস। টসে জিতে ব্যাটিংই নিয়েছিলেন অধিনায়ক জ্যোতি। তবে দলীয় ২১ রানের মধ্যে ফারজানা হক, দিলারা আক্তার ও অধিনায়ক নিগারকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। পরে রিতু ৭৬ বলে ৫ চারে ৪৮ ও ফাহিমা ৫৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেললে ১৭৮ রানের সংগ্রহ পায় টাইগ্রেসরা।

আরওপড়ুন<<>>হামজার পর আরেক প্রবাসীর অপেক্ষায় বাংলাদেশ

১৭৮ রানে পাকিস্তানকে আটকে রাখার লক্ষ্যে প্রথম ওভারেই সফল হয় বাংলাদেশ। পেসার মারুফা আক্তার আউট করেন পাকিস্তান ওপেনার শাওয়াল জুলফিকারকে। তবে এরপর কেবল হতাশই হতে হয়েছে বাংলাদেশের বোলারদের। প্রথম চারজন ব্যাটারের তিনজনই খেলেন ত্রিশোর্ধ্ব ইনিংস।

বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন ওপেনার মুনিবা আলী। ৯৩ বলে ৬৯ রান করে জয় থেকে অল্প দূরে থাকতে আউট হয়েছেন তিনি। তিনে নামা সিদরা আমিন ৫২ বলে করেছেন ৩৭ রান। তবে দলকে জিতেয়েই মাঠ ছেড়েছেন আলিয়া। ৬৫ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। আরেক পাশে তাকে সঙ্গ দেন নাতালিয়া পারভেইজ (২৬ বলে ১৩*)।

উল্লেখ্য, ভারতে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ খেলার জন্য পাকিস্তানে বাছাইপর্ব খেলছে ৬ দেশ। সেখান থেকে শীর্ষ ২টি দল খেলবে বিশ্বকাপে। এরই মধ্যে বিদায় নিয়েছে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও থাইল্যান্ড। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচের আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে পাকিস্তানের। জ্যোতিদের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ছিল শুধুই নিয়মরক্ষার।

গ্রুপপর্বের ৫ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৬। বিকাল ৪টায় শুরু হওয়া থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ হারলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে পৌঁছে যাবে। তবে উইন্ডিজ জিতলেও বাংলাদেশের বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে। থাইল্যান্ডকে হারালে ৫ ম্যাচ শেষে উইন্ডিজেরও পয়েন্ট হবে ৬। তবে রানরেটে বেশ এগিয়ে বাংলাদেশ। জ্যোতিদের আশা থাকবে, উইন্ডিজ যাতে বড় ব্যবধানে জিততে না পারে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়