
ছবি: সংগৃহীত
সুযোগ ছিল নিজেদের ভাগ্যটা নিজেরাই লেখার। ওয়েস্ট ইন্ডিজ অথবা পাকিস্তান যে কোনো একটি দলের সঙ্গে জিতলেই বিশ্বকাপে জায়গা করে নিতে পারত টাইগ্রেসরা। কিন্তু ওই দুই দলের সঙ্গে হেরে নিগার সুলতানা জ্যোতির দলের বিশ্বকাপ খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে।
তবে এখনও বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভবনা আছে। তার জন্য বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে থাইল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে।
এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হারলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে পৌঁছে যাবে। তবে উইন্ডিজ জিতলেও বাংলাদেশের বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে। থাইল্যান্ডকে হারালে ৫ ম্যাচ শেষে উইন্ডিজেরও পয়েন্ট হবে ৬। আর গ্রুপপর্বের ৫ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্টও ৬। তবে রানরেটে বেশ এগিয়ে বাংলাদেশ। এখন জ্যোতিদের আশা থাকবে, থাইল্যান্ডের বিপক্ষে উইন্ডিজ যাতে বড় ব্যবধানে জিততে না পারে।
আরওপড়ুন<<>>পাকিস্তানের কাছে হেরে অনিশ্চিতায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন
শনিবার (১৯ এপ্রিল) লাহোরে পাকিস্তানের মেয়েদের কাছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। আর তাতেই বিশ্বকাপের খেলাটা টাইগ্রেসদের জন্য অনিশ্চিত হয়ে পড়ে। এদিন দলের ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৭৮ রান সংগ্রহ করেন বাংলাদেশ। জবাবে মুনিবা আলী ও আলিয়া রিয়াজের হাফ সেঞ্চুরিতে ৬২ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
উল্লেখ্য, ভারতে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ খেলার জন্য পাকিস্তানে বাছাইপর্ব খেলছে ৬ দেশ। সেখান থেকে শীর্ষ ২টি দল খেলবে বিশ্বকাপে। এরই মধ্যে বিদায় নিয়েছে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও থাইল্যান্ড। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচের আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে পাকিস্তানের। জ্যোতিদের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ছিল শুধুই নিয়মরক্ষার।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।