Apan Desh | আপন দেশ

শেষ মুহূর্তের রোমাঞ্চে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৮, ১৯ এপ্রিল ২০২৫

শেষ মুহূর্তের রোমাঞ্চে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

সংগৃহীত ছবি

বিশ্বকাপের টিকিট পেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় ছিল বাংলাদেশের মেয়েদের জন্য একমাত্র সমীকরণ। তবে শেষ মুহূর্তে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হার দিয়ে বিশ্বকাপের সম্ভাবনা ঝুলে যায়। কিন্তু এ হারও তাদের স্বপ্ন শেষ করেনি। আসল বাঁধাটা ছিল থাইল্যান্ডের হাতে। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যটি নির্ধারিত হতে চলেছিল।

শনিবার (১৯ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ১৬৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা। এরপর, বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে, ওয়েস্ট ইন্ডিজকে ১০ ওভারের মধ্যে ১৬৬ রান করতে হতো, অথবা ১১ ওভারে ১৭২ রান তুলতে হতো। ওয়েস্ট ইন্ডিজ, যাদের হাতে ছিল জয়ী হওয়ার সুযোগ, লাহোরে ঝড় তোলেও শেষ পর্যন্ত ১৬৮ রানে গুটিয়ে যায়। তারা ১০ ওভার ৫ বলের মধ্যে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলতে সক্ষম হয়, যা ১৭২ রানের লক্ষ্য থেকে কিছুটা কম ছিল।

এভাবেই বিশ্বকাপের আশা শেষ হয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজের জন্য। কিন্তু বাংলাদেশের মেয়েরা, পাকিস্তানের কাছে হেরে গেলেও, ঠিকই বিশ্বকাপে জায়গা করে নিল। শেষ পর্যন্ত তাদের প্রার্থনা পূর্ণ হয়েছে, কারণ তারা এখন বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়