
ছবি: সংগৃহীত
ভারতে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশ নারী দলের এ জয় দীর্ঘদিনের সংগ্রামের ফসল। নেট রান রেটের কঠিন লড়াইয়ে টিকে থেকে তারা দেখিয়েছে, সীমিত সুযোগেও সম্ভব আন্তর্জাতিক সাফল্য। আমরা গর্বিত।’
বিবৃতিতে বলা হয়, নিগার সুলতানাদের এ পারফরম্যান্স দেশের ক্রীড়া ও নারীর ক্ষমতায়নের চলমান পথচলায় একটি উল্লেখযোগ্য মাইলফলক। সাধারণ মানুষের চোখে নিগারদের ব্যাটে ছিল সাহস, বোলিংয়ে ছিল সংগ্রামের ধার, আর জয়টা ছিল এক নিখাদ আনন্দের বিস্ফোরণ।
এমন জয় শুধু মাঠেই নয়, সমাজে ও মানসিকতায় পরিবর্তনের বার্তা দেয়।
এর আগে শনিবার (১৯ এপ্রিল) পাকিস্তানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হারের পর বিশ্বকাপের মূল পর্বে খেলা অনিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। যদিও সম্ভাবনা ছিল সামান্য। থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ হারলে বাংলাদেশ সরাসরি খেলবে মূল পর্বে। তবে উইন্ডিজ জিতলেও বাংলাদেশের বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে।
আরওপড়ুন<<>>শেষ মুহূর্তের রোমাঞ্চে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা
থাইল্যান্ডকে হারালে ৫ ম্যাচ শেষে উইন্ডিজেরও পয়েন্ট হবে ৬। আর গ্রুপপর্বের ৫ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্টও ৬। তবে রানরেটে বেশ এগিয়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত সে সমীকরণে চড়েই দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলেন বাংলাদেশের মেয়েরা।
টাইগ্রেসদের চেয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় থাইল্যান্ডকে শুধু হারালেই চলত না ক্যারিবিয়ানদের, সে কাজটি সারতে হতো নির্দিষ্ট ওভারের মধ্যে। এক্ষেত্রে থাইল্যান্ডের দেয়া ১৬৭ রানের লক্ষ্য ১০ ওভারের মধ্যে ছুঁতে হতো উইন্ডিজের মেয়েদের। কিন্তু সে লক্ষ্যে পৌঁছাতে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ বল বেশি খরচ করেছে। আর তাতেই অল্পের জন্য বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে ক্যারিবিয়ানদের। আর বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশের মেয়েরা।
শনিবার লাহোরে স্বাগতিক পাকিস্তানের কাছে বাছাইপর্বের শেষ ম্যাচে হারের পর ৫ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রান রেট দাঁড়ায় +০.৬৩৯। অন্যদিকে, থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ৪ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ছিল -০.২৮৩। থাইল্যান্ডের দেয়া লক্ষ্য ২৩৫ বল হাতে রেখে ছুঁয়ে ফেলায় ক্যারিবিয়ানদের পয়েন্ট বাংলাদেশের সমান ৬ হলেও নেট রান রেটে তারা পিছিয়েই থাকে (+০.৬২৬)।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।