
বাংলাদেশ দলের ওপেনার মাহমুদুল হাসান জয়
বছরের প্রথম টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস পরীক্ষা দিতে মাঠে নামেন দুই দলের অধিনায়ক। নতুন মৌসুমের প্রথম টেস্টে কয়েন নিক্ষেপে জিতে যান নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ব্যাটিং বেছে নেন টাইগার দলপতি।
এদিন সকাল ১০টায় শুরু খেলা। ব্যাট হাতে ইনিংসের গোড়াপত্তন করতে নামে বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। এ প্রতিবেদন লেখার সময় বিনা উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ১৫ রান। জয় ০৬ এবং সাদমান ০৭ রান নিয়ে অপরাজিত আছেন।
প্রথম টেস্টের একাদশে কোনো পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেনি বাংলাদেশ। তিন পেসারের সঙ্গে মেহেদী হাসান মিরাজসহ দুই স্পিনার নিয়ে নামছে তারা। পেস বিভাগে নাহিদ রানার সঙ্গে আছেন সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। স্পিনে মিরাজের সঙ্গে বাঁহাতি তাইজুল ইসলাম।
কিপিং গ্লাভস থাকছে জাকের আলির হাতে। ওপেনিংয়ে জাকির হাসানকে টপকে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়।
বাংলাদেশের মতোই তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে জিম্বাবুয়ে। ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভার সঙ্গে সুযোগ পেয়েছেন ভিক্টর নিয়াউচি। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন ওয়েলিংটন মাসাকাদজা।
এর সঙ্গে অবশ্য তিন অলরাউন্ডারও আছে জিম্বাবুয়ে দলে। দলের প্রয়োজনে স্পিনে হাত ঘোরাতে দেখা যাবে শন উইলিয়ামস, ব্রায়ান বেনেট ও ওয়েসলি মাধেভেরেকে।
লাল বলের ক্রিকেট দুই দলের সর্বশেষ দেখা হয়েছে ২০২১ সালে। জিম্বাবুয়ের মাটিতে সেই টেস্ট সিরিজে বাংলাদেশ জিতেছিল। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ২০১৮ সালে টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে। সেই টেস্টটি হয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, সেটি ছিল আবার সিলেট ভেন্যুর প্রথম টেস্ট।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নিয়াউচি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।