Apan Desh | আপন দেশ

কর্মপরিকল্পনা জানাল টিটি’র নতুন কমিটি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৪, ২০ এপ্রিল ২০২৫

কর্মপরিকল্পনা জানাল টিটি’র নতুন কমিটি

ছবি: আপন দেশ

এ অঞ্চলে টেবিল টেনিস খেলার প্রচল শুরু ৫০ এর দশকে। স্বাধীনতার পর বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কার্যক্রম। এরপর আশি-নবব্বইয়ের দশকে বেশ জনপ্রিয় হয়ে উঠে খেলাটি। মাঝখানে ভাটা পড়লেও গত কয়েক বছরে অবশ্য টেবিল টেনিসে জুনিয়র পর্যায়ে বেশ কিছু আন্তর্জাতিক সাফল্য এসেছে।

গত বছর জুলাই-আগস্টে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্যান্য সেক্টরের মতো ক্রীড়াঙ্গণেও পরিবর্তন এসেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনেও গঠন করা হয়েছে অ্যাডহক কমিটি। এ কমিটি নতুন করে জাগিয়ে তুলতে চান টেবিল টেনিসকে। সেই লক্ষ্য সামনে রেখে রোববার (২০ এপ্রিল) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেছে টিটি ফেডারেশন।

ফেডারেশনের অ্যাডহক কমিটি ‘ট্রেইন এন্ড টেস্ট’ পলিসির মাধ্যমে খেলাকে এগিয়ে নিতে চায়। টেবিল টেনিস ফেডারেশন বিকেএসপি ও পল্টনস্থ’ ইনডোর স্টেডিয়ামে একসঙ্গে খেলোয়াড়দের অনুশীলনে রাখতে চায়। পাশাপাশি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে পরখও করবে ফেডারেশন। টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক এএম মাকসুদ আহমেদ (সনেট) এ নীতিকে ‘ট্রেইন অ্যান্ড টেস্ট’ পলিসি আখ্যা দিয়ে বলেন, ‘খেলাধূলায় প্রশিক্ষণের বিকল্প নেই। আমরা অবশ্যই খেলোয়াড়দের প্রশিক্ষণে রাখব। সেখানে ফিটনেসের ওপর বাড়তি জোর থাকবে।

আরওপড়ুন<<>>আইপিএলে প্রথম বলেই ছক্কা ১৪ বছরের কিশোরের

প্রশিক্ষণার্থীরা কতটুকু উন্নতি করলেন সেটা প্রতিযোগিতার মাধ্যমে যাচাই হবে। আমরা ‘ট্রেইন অ্যান্ড টেস্ট’ পলিসিতে এগুতে চাই।’ তবে টেবিল টেনিস ফেডারেশনের বিগত সময়ের আর্থিক বিষয়াদি তদন্তের কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক। ফেডারেশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এমএইচ জামান। তার উদ্যোগেই মূলত আর্থিক সংকটের মধ্যে কর্মকাণ্ড চলছে। খেলাটির উন্নয়নে আরও ভূমিকা রাখতে চান এ সভাপতি। এদিন নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরে টিটি ফেডারেশন।

এদিকে সাউথ এশিয়ান টেবিল টেনিস টুর্নামেন্টে অংশ নিতে সোমবার (২১ এপ্রিল) নেপাল যাচ্ছে বাংলাদেশ টিটি দল। প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৯ ও ১৫ দুই বিভাগের বালক ও বালিকা গ্রুপে পদকের জন্য লড়বেন লাল সবুজের ক্রীড়াবিদরা। এর মধ্যে অনূর্ধ্ব-১৯ বিভাগে বালক গ্রুপে পদকের প্রত্যাশা করছেন কোচ খোন্দকার মোস্তফা বিল্লাহ। তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে আগে রামহিম ও হৃদয়ের মতো সেরা খেলোয়াড়রা ছিল। এবার বয়স বেশি হওয়ার কারণে তারা নেই। তারপরও আমরা পদক জয়ের প্রত্যাশা করছি।’ 

গত ২৮ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদ টেবিল টেনিস ফেডারেশনের কমিটি পুর্নগঠন করে। দশ দিন পর দায়িত্ব গ্রহণ করে কিছু দিনের মধ্যেই র‌্যাংকিং টুর্নামেন্ট আয়োজন করে ফেডারেশন। সে প্রতিযোগিতা থেকেই বাছাইকৃতরা যাচ্ছে নেপালে। গত কয়েক বছরে অবশ্য টেবিল টেনিসে জুনিয়র পর্যায়ে বেশ কিছু আন্তর্জাতিক সাফল্য এসেছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়