Apan Desh | আপন দেশ

ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান নারী দল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:৫০, ২০ এপ্রিল ২০২৫

ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান নারী দল

ছবি: সংগৃহীত

বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অপরাজিতভাবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে পাকিস্তান নারী দল। তবে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। কেননা টুর্নামেন্টটির স্বাগতিক দেশ ভারত। আর দেশ দুটির বৈরিতার কথা সবারই জানা। তাই সবার প্রশ্ন ভারতে বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাবে কী পাকিস্তান?

অবশ্য এর প্রশ্নের উত্তর পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ক্রিকেট বিশ্বের। বিশ্বকাপ নিশ্চিতের পরদিনই বিষয়টি খোলাসা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি।

শনিবার (১৯ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড পরিদর্শনকালে মহসিন নকভি বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, আসন্ন নারী বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তানের নারী দল ভারতে যাবে না। নকভির সাফ কথা, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত পাকিস্তানে আসেনি। তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হয়েছিল। তাই আমরাও নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবিদার।

আরওপড়ুন<<>>নেপাল-বাংলাদেশ কাবাডি সিরিজের ট্রফি উন্মোচন

মহসিন নকভির এ বক্তব্যে বোঝা যাচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারতের আপত্তির পাল্টা জবাব দিতেই যেন এবার কড়া অবস্থানে পাকিস্তান। এর আগে পিসিবি দাবি করেছিল, ২০২৭ সাল পর্যন্ত আইসিসির যেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে।

ফলে এবার নারী বিশ্বকাপেও হাইব্রিড মডেল বাস্তবায়নের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। জানা গেছে, পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হতে পারে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আইসিসি।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরেই অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। তার আগে এ বিতর্ক ঘিরে আইসিসির অবস্থান, ভারতের প্রতিক্রিয়া এবং চূড়ান্ত ভেন্যু নির্ধারণ সবই এখন ক্রিকেট বিশ্বের নজরে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়