Apan Desh | আপন দেশ

নাহিদ-হাসানের গতির ঝড়ে দিশেহারা জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৩, ২১ এপ্রিল ২০২৫

নাহিদ-হাসানের গতির ঝড়ে দিশেহারা জিম্বাবুয়ে

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই জোড়া আঘাত নাহিদ রানার

ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট পরিবারে দুই যুগ কাটানো বাংলাদেশ এবার নতুন কিছু দেখাবে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন লাল সবুজ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আত্মবিশ্বাসী ক্রিকেট খেলার কথা বলেছিলেন। সেল্ফ ক্রিকেট থেকে বেরিয়ে ঐক্যবদ্ধ লড়াই করার ঘোষণা দিয়েছিলেন। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হোক বা দক্ষিণ আফ্রিকা, এক দাঁড়িপাল্লায় মেপে প্রতিটি বল বুক চিতিয়ে দেয়ার কথা বলেছিলেন। কিন্তু ২২ গজে এসবের ছিটেফোঁটাও দেখা যায়নি। তবে দ্বিতীয় দিনের শুরুতেই নাহিদ রানার জোড়া আঘাতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ধারহীন বোলিংয়ের বিরুদ্ধে বাট করতে নেমে জিম্বাবুয়ে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৬৭ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল সফরকারীরা। ১০ উইকেট হাতে রেখে সোমবার (২১ এপ্রিল) দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। 

সফরকারীদের ওপেনিং জুটিকে আর বেশি দুর এগোতে দেননি নাহিদ রানা। দুর্দান্ত এক ডেলিভারিতে বেন কারানকে সাজঘরে ফেরান বাংলাদেশের এ গতি তারকা। নাহিদের শর্ট বলে শর্ট লেগে মুমিনুল হকের তালুবন্দি হয়ে বিদায় নেয়ার আগে ৫৫ বলে দুই চারে ১৮ রান করেন তিনি।  

২১ তম ওভারে জিম্বাবুয়ের আরেক ওপেনার ব্রায়ান বেনেটকে শিকার করেন রানা। জাকের আলীর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরন তিনি। তার আগে ৬৪ বলে দশ চারের মারে ৫৭ রান করেন বেনেট। রানার পর আঘাত হানেন হাসান মাহমুদ। সেট হওয়ার আগেই নিকোলাস ওয়েলচকে বিদায় করেন এ পেসার।

এ প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ৯০ রান। শন উইলিয়ামস ০২ এবং ক্রেইগ আরভিন ০০ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়