Apan Desh | আপন দেশ

বাংলাদেশের হয়ে খেলতে চান ইংলিশ কিউবা মিচেল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২১, ২১ এপ্রিল ২০২৫

বাংলাদেশের হয়ে খেলতে চান ইংলিশ কিউবা মিচেল

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার কিউবা মিচেল

হামজা দেওয়ান চৌধুরীর আগমনে নতুন করে জেগে উঠেছে বাংলাদেশের ফুটবল। এ জাগরণে সামিল হতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা লাল সবুজ দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম এরমধ্যেই বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেছেন। এখন তার পাসপোর্টের প্রক্রিয়া শুরু হবে। 

সামিতের সময়-সুযোগ অনুযায়ী তার পাসপোর্টের জন্য কানাডা হাইকমিশনকে অবহিত করবে বাফুফে। এসব তথ্য জানিয়েছেন সামিতের প্রক্রিয়া নিয়ে কাজ করা ফাহাদ করিম। তার কথা, আমরা সামিতের জন্ম নিবন্ধন সনদ পেয়েছি। তাকে এরমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে। তিনি আমাদের জানাবেন কোন দিন তিনি কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনে যেতে পারবেন। আমরা সে অনুযায়ী বাংলাদেশ হাইকমিশনকে অবহিত করব।

কানাডায় বাংলাদেশ হাইকমিশন যে শহরে অবস্থিত সেখান থেকে দূরে থাকেন সামিত। সেখানে যেতে হলে কোচ ও ক্লাব থেকে ছুটি প্রয়োজন। সেটা তিনি ব্যবস্থা করে বাফুফেকে জানাবেন। তার জন্ম নিবন্ধনের পাশাপাশি বাবা-মায়ের প্রয়োজনীয় কাগজপত্রও নিতে হবে সামিতকে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট আবেদনের সময়। 

সামিত পাসপোর্ট পাওয়ার আগেই আরও একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের সম্মতি পেয়েছে বাফুফে। বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ দেখিয়েছেন ইংল্যান্ডের অন্যতম ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা কিউবা মিচেল। তার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। সে সূত্রে তার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ রয়েছে। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান কিউবার সঙ্গে যোগাযোগ করেছেন। আলোচনার ভিত্তিতে আনুষ্ঠাকিভাবে ই-মেইল বার্তা পাঠান। ফিরতি মেইলে কিউবা মিচেলের এজেন্ট বেন মারকল জানিয়েছেন, জুন উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আগ্রহী কিউবা। 

বাংলাদেশের জার্সিতে খেলতে হলে পরবর্তী ধাপগুলো এবং জাতীয় দলে খেললে কী ধরনের আর্থিক সুযোগ-সুবিধা দেয়া হবে, সে বিষয়গুলো জানতে চেয়েছেন কিউবার এজেন্ট। ফেডারেশনের সিনিয়র সহ- সভাপতি ইমরুল হাসান এসব তথ্য দিয়েছেন।

ইংল্যান্ডে জন্ম নেয়া কিউবার ইংল্যান্ড, বাংলাদেশ ও জ্যামাইকার হয়ে খেলার সুযোগ রয়েছে। কারণ, তার মা বাংলাদেশের ও বাবা জ্যামাইকার। বিশেষ করে, জ্যামাইকা ফুটবল ফেডারেশন (জেএফএফ) গত কয়েক বছর ধরে তাকে পর্যবেক্ষণ করছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংল্যান্ডের বর্ষীয়ান ফুটবল সাংবাদিক পিট ও'রোর্ক দাবি করেছেন, কিউবা ইতোমধ্যে বাংলাদেশের হয়ে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন। 

ইমরুল হাসান জানান, কিউবা যেহেতু আগে অন্য কোনো জাতীয় দলে খেলেননি, তাই তার বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া তেমন জটিল হবে না। তিনি বলেন, আগামী এক-দুই দিনের মধ্যে কিউবার কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্তের আশা করছে বাফুফে। কিউবা রাজি হলে আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে (ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বের) ম্যাচে তাকে দেখা যেতে পারে।

কিউবা মিশেল ফরোয়ার্ড এবং বয়সও বেশ কম। বাংলাদেশের হয়ে দীর্ঘদিন খেলার সুযোগ রয়েছে তার। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমস্যা গোলখরা। সেটা কিউবা আসলে দূর হওয়ার আশা দেখছেন সংশ্লিষ্টরা। বাফুফের পক্ষ থেকে কিউবা, তার পরিবার এবং এজেন্টের সঙ্গে বিস্তারিত নিয়ে আলোচনা হবে শিগগিরই। সেখানে দুই পক্ষের নানা বিষয় আলোচনার পরই মূলত পরবর্তী প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়