Apan Desh | আপন দেশ

আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, এগিয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৭, ২২ এপ্রিল ২০২৫

আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, এগিয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ম্যাচ। বৃষ্টি বিঘ্নিত এ ম্যাচে আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা। বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে দিনজুড়ে খেলা বিঘ্নিত হলেও স্বাগতিক বাংলাদেশের ব্যাটিং কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে পিছিয়ে থাকার পর এই ইনিংসে ১১২ রানের লিড পেয়েছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিন শেষে ৬০ রানে অপরাজিত রয়েছেন তিনি। তার সঙ্গে ১২ রান করে ক্রিজে আছেন জাকের আলি।

আরওপড়ুন<<>>বাংলাদেশের হয়ে খেলতে চান ইংলিশ কিউবা মিচেল

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বৃষ্টির বাধায় তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময় সকাল ১০টার পরিবর্তে দুপুর ১টায় শুরু হয়।  ৫৭ রানে ১ উইকেট নিয়ে এদিনের খেলা শুরু করে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক মিলে গড়েন ৬০ রানের জুটি। তবে ৩৩ রানে মুজারাবানির শর্ট বলে স্লিপে ধরা পড়েন জয়। ভাঙে দ্বিতীয় উইকেটের জুটি।

এরপর শান্তকে সঙ্গে নিয়ে মুমিনুল গড়েন আরও ৬৫ রানের জুটি। ৮৪ বলে ৪৭ রানে ভিক্টর নিয়াউচির বলে আউট হন মুমিনুল আউট। চা-বিরতির আগেই বড় ধাক্কা দেন মুশফিকুর রহিম। মাত্র ৪ রান করে তিনিও স্লিপে ক্যাচ তুলে দেন। তবে পঞ্চম উইকেট জুটিতে শান্ত ও জাকের মিলে ইনিংস সামাল দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগে ফিফটি পূর্ণ করেন শান্ত।

চতুর্থ দিন বাংলাদেশের লক্ষ্য থাকবে আরও কিছু রান যোগ করে জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দেয়া। ম্যাচে উত্তেজনা বাড়ছে, আর আবহাওয়ার বাধা এড়াতে পারলেই জমে উঠবে শেষ দুই দিনের লড়াই।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়