Apan Desh | আপন দেশ

বাংলাদেশকে হারাতে রেকর্ড গড়তে হবে জিম্বাবুয়ের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩১, ২৩ এপ্রিল ২০২৫

বাংলাদেশকে হারাতে রেকর্ড গড়তে হবে জিম্বাবুয়ের

সিলেট টেস্টে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যেকার চতুর্থ দিনের খেলার একটি দৃশ্য

সিলেট টেস্ট জয়ের জন্য জিম্বাবুয়ের সামনে ১৭৪ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলাদেশ। তুলনামুলক সহজ লক্ষ্য হলেও জিততে হলে রেকর্ড গড়তে হবে সফরকারিদের। কারণ, টেস্ট সংস্করণে ১৬২ রানের বেশি তাড়া করে কখনও জিততে পারেননি জিম্বাবুয়ে। অবশ্য চতুর্থ ইনিংসে বাংলাদেশ ২০৪ রানের কম ডিফেন্ড করতে পারেনি। 

১৯৯৮ সালে ১৬২ রানের লক্ষ্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল তারা। এছাড়া একশর বেশি রান তাড়ায় আর দুটি জয় আছে জিম্বাবুয়ের। চতুর্থ ইনিংসে রান তাড়া করে সব মিলিয়েই জিম্বাবুয়ের জয় মাত্র ৫টি। জিততে হলে নিজেদের টেস্ট ইতিহাসে জিম্বাবুয়েকে নতুন কীর্তি গড়তে হবে।

বুধবার (২৩ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোয়া ১ ঘণ্টা দেরিতে খেলা শুরু হতে না হতে উইকেট হারায় বাংলাদেশ। দিনের দ্বিতীয় বলে আউট হয়ে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ব্লেসিং মুজারাবানির শর্ট বলে ঠিকঠাক পুল করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ব‍্যাটের কানায় লেগে বল চলে যায় ভিক্টর নিয়াউচির হাতে। ভাঙে ৯২ বল স্থায়ী ৩৯ রানের জুটি।

শান্ত আউট হওয়ার পর ক্রিজে গিয়ে মুজারাবানিকেই চার মেরে শুরু করেছিলেন মেহেদী হাসান মিরাজ। দীর্ঘদেহী পেসারের পরের ওভারে মেরেছিলেন ছক্কা। তবে তাকে থিতু হতে দেননি মুজারাবানি। তার শর্ট লেংথের বল ব্যাটের কানায় লেগে চলে যায় গালিতে থাকা বেনেটের হাতে। মিরাজ বিদায় নেন ১১ রানে। এ উইকেট তুলেই পঞ্চম উইকেটের দেখা পান মুজারাবানি। 

মিরাজের আউটের পরের ওভারে নিয়াউচির শিকার হন তাইজুল ইসলামও। শুরুতে ক্যাচের হালকা আবেদনে আম্পায়ার সাড়া দেননি। জিম্বাবুয়ে রিভিউ নিলে দেখা গেছে বল তাইজুলের ব্যাট স্পর্শ করে জমা পড়ে কিপারের গ্লাভসে। তাতে ৩২ বলের ব্যবধানে দ্রুত ৩ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়েছে স্বাগতিক দল। 

মহাবিপদে পড়ে যাওয়া বাংলাদেশকে টেনে তোলার চেস্টা করেন জাকের আলী। এক প্রান্ত আগলে দৃঢ়চেতা ব্যাটিংয়ে বাংলাদেশকে টেনে নিতে থাকেন তিনি। অষ্টম উইকেট জুটিতে হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে যোগ করেন ৩৫ রান। এ সময়ে চাপের মাঝে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট ফিফটি। তার ব্যাটেই লিড দেড়শ ছাড়িয়েছে। 

জাকের আলীর হাফসেঞ্চুরির পর আউট হয়ে যান হাসান মাহমুদ। ওয়েলিংটন মাসাকাদজার বলে মেরে খেলতে গিয়ে হাসান কাটা পড়েছেন। পরের বলে নতুন নামা খালেদ আহমেদকেও প্রথম স্লিপে তালুবন্দি করান মাসাকাদজা। এরপর একাই লড়াই করা জাকের আলীকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন মুজারাবানি। জাকের ৫৮ রানে আউট হলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ২৫৫ রানে। তাতে ১৭৩ রানের লিড পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ১৭৪ রান। 

দ্বিতীয় দিন বাংলাদেশকে শুরুতে বিপদে ফেলা পেসার ব্লেসিং মুজারাবানি ৭২ রানে নিয়েছেন ৬ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তার শিকার ৯ উইকেট। বাংলাদেশের বিপক্ষে টেস্টে জিম্বাবুয়ের যে কোনো বোলারের সেরা বোলিং ফিগার এটাই। ২০ রানে দুটি নিয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা। একটি করে নিয়েছেন ভিক্টর নিয়াউচি ও রিচার্ড এনগারাভা। 

আপন দেশ/জেডআই 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়