Apan Desh | আপন দেশ

মেসিকে খেলিয়েও হেরে গেল মায়ামি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৪১, ২৫ এপ্রিল ২০২৫

মেসিকে খেলিয়েও হেরে গেল মায়ামি

ইন্টার মায়ামি লিওনেল মেসি

আগের ম্যাচেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। তাই কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে ওঠার মিশনে ভ্যানকুভার এফসির বিপক্ষে প্রথম লেগে এ আর্জেন্টাইনের খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে সব সংশয় উড়িয়ে মাঠে নেমেছিলেন এলএম টেন। তবুও জয়ে দেখা পায়রি ইন্টার মায়ামি। তারা হেরে গেছে ২-০ গোলে।

ভ্যানকুভারের মাঠ বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই গোলের জন্য ৯টি করে শট নিয়েছে। তবে ভ্যানকুভারের ৫টি শট ছিল লক্ষ্যে, আর মায়ামির মাত্র দুটি। ২৪ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। সতীর্থের পাস থেকে দারুণ এক হেডে স্কোরলাইন ১-০ করে ফেলেন ব্রায়ান হোয়াইট।

ম্যাচের দ্বিতীয় গোলটি আসে মূল সময়ের শেষ দিকে ৮৫ মিনিটে। ডান দিক থেকে ডেজেন নেলসনের পাস পেয়ে গোলকিপার অস্কার উস্তারিকে কাটিয়ে ভ্যানকুভারের হয়ে দ্বিতীয় গোলটি করেন সেবাস্তিয়ান বারহাল্টার। আগামী ১ মে ইন্টার মায়ামির মাঠে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়